ভোটের ফলাফল ঘোষণার দু’দিন আগেই ফের মৃত্যু! করোনা আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূলের বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাসের করালগ্রাসে গোটা দেশ। রোজকার রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। এরাজ্যের অবস্থাও বেগতিক। এবার করোনার ছোবলে প্রাণ হারালেন রাজ্যের বর্ষীয়ান রাজনীতিবিদ তথা তৃণমূলের বিদায়ী বিধায়ক নির্মল মন্ডল (Nirmal Mondal)।

বারুইপুর পূর্বের বিধায়ক (TMC MLA) তিনি। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন তিনি। পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে। তারপরই বৃহস্পতিবার নির্মল মণ্ডলের অবস্থা সংকটজনক হয়ে উঠলে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

An Images

কিন্তু গোটা দিন ঘোরার পরেও মেলেনি শয্যা। অবশেষে রাতে তৃণমূলের সেবাদলের তরফে তাকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার পরও শেষ রক্ষা হয়নি। রাতেই অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রসঙ্গত, তিন বারের বিধায়ক নির্মল মন্ডল। ২০১৬ সালে তৃণমূলের টিকিটেই বারুইপুর পূর্ব আসনে নির্বাচিত হন তিনি। কিন্তু একুশের লড়াইয়ে বয়সজনিত কারণে তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা যাচ্ছে, এর ফলে দলের প্রতি ক্ষোভও তৈরি হয়েছিল নির্মলবাবুর। পরিবারের তরফে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও দলের (TMC) কোনও নেতৃত্ব তাঁর খোঁজ নেই নি। এমনকি কোনও সাহায্যও করা হয়নি।

অন্যদিকে, এলাকায় জনদরদী হিসেবে পরিচিত নির্মলবাবু বরাবরই সহজসরল জীবনযাপন করতেন। এমনকি বিধায়ক হওয়ার পরও মাঠে নেমে ধান কাটাতেন তিনি। এমন নেতার মৃত্যুতে শোকাহত গোটা এলাকা।

সম্পর্কিত খবর