বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) শেষ হলেও লাগাম পড়েনি হিংসা-অশান্তির ঘটনায়। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একই চিত্র। ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার ক্যানিং (Canning) যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তবে তার আগেই অধিকারী পুত্রকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক (TMC MLA) পরেশ রাম দাস।
শুধু তাই নয় সরাসরি শুভেন্দু অধিকারীকে হুমকি দিলেন শাসকদলের বিধায়ক। ক্যানিংয়ে গেলে শুভেন্দুকে বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্কে পরেশ রাম দাস। ভোটের পর সম্প্রতি বারুইপুরে এসে তৃণমূল বিধায়ক ও নেতাদের হুঁশিযারি দিয়েছিলেন শুভেন্দু পাশাপাশি মঙ্গলবার ক্যানিং সহ বেশ কয়েকটি এলাকায় যাবেন বলেও জানান বিরোধী দলনেতা।
ঠিক তার আগেই তৃণমূলের নিশানায় শুভেন্দু। রবিবার বিকেলে ক্যানিং বাস স্ট্যান্ডে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস শুভেন্দুকে কড়া হুঁশিয়ারি দিয় বলেন, “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যানিংয়ে এসে উস্কানিমূলক কথাবার্তা বললে তাকে বেঁধে রাখব।”
শুভেন্দুর পাশাপাশি এদিন বিধায়কের নিশানায় ছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের জন্য আবেদন করায় সৌমিত্র খাঁকেও নজিরবিহীন আক্রমণ করে তিনি বলেন, ‘নিজের ঘর সামলাতে পারে না, নিজের বউকে আটকাতে পারে না। সে নাকি আবার লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন? আগে নিজের সংসার সামলান, তারপর এসব করবেন।’
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে ক্যানিং। ক্যানিং ১ নম্বর ব্লক তথা ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র মনোনয়ন জমার সময় থেকেই রণক্ষেত্রের রুপ নেয়। অভিযোগ, তৃণমূলের হাতে আক্রান্ত হতে হয় বিজেপি, সিপিএম, আইএসএফ সহ বিরোধী প্রার্থী ও কর্মীরা। বোমাবাজি, গোলাগুলির মতও ঘটনা ঘটে। সেই ভয়াবহ পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।