করোনা কেড়ে নিল আরও একজন নেতার প্রাণ! এবার প্রয়াত হলেন বীরভূমের তৃণমূল বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ করোনা কেড়ে নিল আরও একজন নেতার প্রাণ। এবার বীরভূমের মুরারাই কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুল রহমান করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ওনাকে মুরারাই কেন্দ্রে প্রার্থীও করেছিল তৃণমূল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি থাকার কারণে ওই কেন্দ্রে প্রার্থী বদল করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আবদুল রহমানের বদলে বীরভূমের মুরারাই কেন্দ্রের নতুন প্রার্থী করা হয় প্রাক্তন কংগ্রেস নেতা মোসারফ হোসেনকে।

তৃণমূল বিধায়ক আব্দুল রহমান নিজের কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন। শনিবার সকালে ওনার শারীরিক অবস্থার অবনতি হয়। শেষে কলকাতার রবীন্দ্রনাথ টেগর হাসপাতালে চিকিৎসা চলাকালীন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভোটের মরশুমে এই নিয়ে তিনজন রাজনৈতিক ব্যক্তিত্বের করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হওয়ার খবরে একদিকে যেমন রাজনৈতিক মহলে শোকের ছায়া। তেমনই আতঙ্কও বেড়ে চলেছে সব মহলে। প্রাপ্ত খবর অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যের ৫ জন শাসক-বিরোধীদলের প্রার্থী করোনায় আক্রান্ত।

এর আগে মুর্শিদাবাদের সামশের গঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের RSP প্রার্থী প্রদীপ নন্দী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর