দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল খোদ মুখ্যমন্ত্রীর সভা এড়িয়ে গিয়ে জল্পনা বাড়ান উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। নিজের এলাকায় মুখ্যমন্ত্রীর সভায় বিধায়কের উপস্থিতি না থাকার ফলে প্রশ্ন ওঠে অনেক। বিধায়ক প্রবীর ঘোষাল গতকালই জানিয়েছিলেন, যা বলার কাল সাংবাদিক বৈঠক করে বলব।

আজ নির্ধারিত সময়ে প্রবীর ঘোষাল মুখ খুললেন। তিনি জানালেন যে, তিনি বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পরে ভাবলেন যে এলাকায় বিধায়ক না থাকলে সাধারণ মানুষ অনেক অসুবিধের মধ্যে পড়বে। আর সেই কারণে তিনি বিধায়ক পদ ছাড়লেন না। তবে তিনি তৃণমূলের পদ ছাড়লেন। আজ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং কোর কমিটি থেকে নিজের নাম তুলে নেন তিনি।

prabir ghoshal 1

তিনি অভিযোগ করে বলেন যে, গতকাল ওনাকে মুখ্যমন্ত্রীর মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি বলেই তিনি যাননি। তিনি বলেন, দলের অন্দরে একটা শক্তিশালী চক্র কাজ করছে, আর সেই চক্র ভালো মানুষদের কাজ করতে দিচ্ছে না। তিনি এও বলেন যে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেও লাভ হচ্ছে না।

তিনি সরাসরি ভোট কুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পিকে আসার পর থেকে দলে আরও অশান্তি বেড়েছে। পিকে আসায় কারও কোনও লাভ হয়নি। তিনি রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে বলেন, দলের যা পরিবেশ তিনি থাকতে পারেন নি। তিনি একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, তাই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এখন প্রশ্ন উঠছে যে, তাহলে কি তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দিচ্ছেন? বিগত কয়েকদিন ধরে ওনাকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল। গতকাল মুখ্যমন্ত্রীর সভায় ওনার অনুপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে দেয়। তবে উনি এখন মুখে কিছু না বললেও রাজনৈতিক মহলে ওনার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর