‘তৃণমূলও চাইলে উগ্র হতে পারে, কিন্তু…’! যাদবপুর কাণ্ডে এবার বিস্ফোরক রাজ চক্রবর্তী

বাংলা হান্ট ডেস্কঃ বিনোদন ও রাজনীতি, দুই দুনিয়ারই অতি পরিচিত মুখ রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। একাধারে চলচ্চিত্র নির্মাতা, অন্যদিকে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তিনি। এবার সেই রাজকেই যাদবপুর (Jadavpur University) কাণ্ডে সরব হতে দেখা গেল। তাঁর দাবি, চাইলে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) লোকেরাও উগ্র হতে পারে। দু’মিনিট সময় লাগে। অরূপ বিশ্বাস, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার এই ইস্যুতে সুর চড়ালেন রাজ।

যাদবপুর কাণ্ডে বিস্ফোরক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)!

গত শনিবার থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে। এরপর থেকে এই নিয়ে সরব তৃণমূলের একাধিক নেতা। প্রথমে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ১ মিনিটে যাদবপুর দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্রও এই নিয়ে সুর চড়ান। এবার মুখ খুললেন ব্যারাকপুরের বিধায়ক রাজ।

বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরোলে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ। যাদবপুরকে দেখে নিতে গতকাল ৩০ সেকেন্ড সময় চান শাসকদলের বিধায়ক মদন। এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ব্যারাকপুরের বিধায়ক বলেন, তৃণমূলও চাইলে উগ্র হতে পারে। তবে তারা সংযম দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ! এবার বাতিল করা হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা? কড়া পদক্ষেপের পথে সংসদ

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যাদবপুর ইস্যু নিয়ে মুখ খোলেন রাজ। তৃণমূল (TMC) বিধায়ক বলেন, ‘যাদবপুরে যেটা ঘটেছে, সেটা সিপিএমের সময় হতো। অন্য কোনও দল করলে, তারা আজ রাজ্যে থাকতে পারতো না। হয়তো খালের ভেতর থাকতে হতো। কী করতো ভাবতে পারবেন না’।

Raj Chakraborty

রাজ (Raj Chakraborty) এদিন বলেন, ‘সিপিএমের ঔদ্ধত্য, অহংকারই ওদের শূন্যে নামিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরাও চাইলে উগ্র হতে পারে। দু’মিনিট সময় লাগে। কিন্তু জানে যে, আমাদের দল সেটাকে সমর্থন করে না। আমাদের দল কোনও দিন বলবে না যাও বিরোধীদের গিয়ে মেরে এসো। উনিশের ভোটের পর এখানে যা ঘটেছিল, দোকান জ্বালিয়ে দেওয়া, মানুষ মারা… তবে একুশ সালের পর বলতে পারবে না, দু-একটা ঘটনা ছাড়া, যেগুলোর আমরা নিন্দা করি, সেগুলো বাদে আর কোনও ঘটনা ঘটেছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর