বাংলা হান্ট ডেস্কঃ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। হকি স্টিক দিয়ে ডেলিভারি বয়কে মারধর করার অভিযোগ উঠেছে শওকত-পুত্র (Saokat Molla) ইমরান মোল্লা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। কিছুক্ষণের মধ্যে আরও কয়েকজন ডেলিভারি বয় ঘটনাস্থলে এসে গেলে বিধায়ক-পুত্র সেখান থেকে বেরিয়ে যান বলে খবর।
ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ শওকত-পুত্রের (Saokat Molla) বিরুদ্ধে!
বুধবার সন্ধ্যায় নিউ টাউনের রাস্তায় ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, বালিগুড়ি ভাঙার মোড় এলাকা দিয়ে দ্রুত গতিতে গাড়ি করে যাচ্ছিলেন তৃণমূল (Trinamool Congress) বিধায়কের ছেলে। সেই গাড়িতে ইমরানের সঙ্গে তাঁর কয়েকজন সঙ্গীও ছিলেন। অভিযোগ, দ্রুত গতিতে যেতে যেতে হঠাৎ করে ইমরানের গাড়ি দাঁড়িয়ে পড়ে। এদিকে গাড়ির পিছনে মোটরসাইকেলে ছিলেন একজন ডেলিভারি বয়। আচমকাই শওকত-পুত্রের গাড়ি দাঁড়িয়ে পড়ায় কোনও মতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি।
এরপরেই বচসা শুরু হয় বলে খবর। এভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করেন ওই ডেলিভারি বয়। শওকত-পুত্র (Saokat Molla Son) ও তাঁর সঙ্গীরা তখন গাড়ি থেকে নেমে আসেন বলে অভিযোগ। এরপর কথা কাটাকাটির মাঝে আচমকাই গাড়ি থেকে একটি হকি স্টিক বের করা হয়। এরপর ইমরান ও তাঁর সঙ্গীরা ওই হকি স্টিক দিয়ে প্রতিবাদকারী ডেলিভারি বয়কে মারধর শুরু করেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা! দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয়! কেষ্ট কেমন আছেন?
এসবের মাঝেই ঘটনাস্থলে এসে হাজির হন আরও কয়েকজন ডেলিভারি বয়। ইমরান ও তাঁর সঙ্গীদের কার্যকলাপের প্রতিবাদ করেন তাঁরা। এরপর সেখান থেকে বেরিয়ে যান তৃণমূল (TMC) বিধায়কের ছেলে।
গতকাল সন্ধ্যার এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে ঠিক ঘটেছিল সেটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন টেকনো সিটি থানার পুলিশ। এখনও অবধি এই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত (Saokat Molla) অথবা তাঁর ছেলে ইমরানের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।