দলীয় নেতার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বিধানসভা ভোটের আগে জল্পনা বাড়ালেন তৃণমূল বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক উদয়ন গুহর বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই আরও এক তৃণমূল বিধায়কের মন্তব্যের কারণে অস্বস্তিতে দল। হুগলির হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না দলীয় সভা থেকে দলের নেতার উপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। বেচারাম মান্নার মন্তব্য ঘিরে জোর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

image 2020 10 11 212737

   

এদিন হুগলির উত্তরপাড়ায় কর্মীসভায় যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। সেখান তিনি নিজের মন্তব্যের মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেন। তিনি দলের এক নেতাকা আক্রমণ করে বলেন, ‘দলে থেকে করে খাচ্ছেন আর কর্মীদের বঞ্চিত করে দিচ্ছেন! দরকার পড়লে কর্মীরাই আপনাকে ঘার ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেবে।” তিনি এও বলেন যে, ‘আমি কর্মী থেকে নেতা হয়েছি তাই ওদের পরিস্থিতি আর যন্ত্রণা বুঝি।”

বেচারাম মান্নার এই মন্তব্যের পর মুখ খুলেছেন হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব। তিনি বেচারাম মান্নাকে পাল্টা আক্রমণ করে বলেন, ‘আমার কাজ হল দলের শক্তি বৃদ্ধি করা, এতে কে আমাকে কি বলল তাতে আমার কিছু যায় আসেনা।” দুজনের একে অপরের বিরুদ্ধে মন্তব্যে হুগলি জেলায় তৃণমূলের অর্ন্তকলহ প্রকাশ্যে এসেছে। আর আগামী নির্বাচনে এটিকেই হাতিয়ার করতে চাই বিজেপি।

উল্লেখ্য, শুক্রবার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ একটি কর্মীসভায় বলেন,  এতদিন অনেক খেয়েছেন, আগামী দিনেও অনেক খাওয়ার সুযোগ পাবেন। তাই এই ছয়মাস খাওয়া বন্ধ রাখুন। তৃণমূলের (All India Trinamool Congress) বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) মন্তব্যে বিপাকে শাসক দল। ওনার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। উদয়ন গুহর এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা কোমর বেঁধে নেমেছে। বিরোধীরা অভিযোগ করে বলছে, শাসক দলের বিধায়কের মন্তব্যেই বোঝা যায় যে রাজ্যে পঞ্চায়েত স্তরে কীভাবে দুর্নীতি হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর