সরকারি আধিকারিকরাও যুক্ত আবাস যোজনা দুর্নীতিতে! বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) দুর্নীতি নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। দুর্নীতির অভিযোগে সব বিরোধী দল কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে (All India Trinamool Congress)। এরই মাঝে শ্যামপুরের (Shyampur) তৃণমূল বিধায়ক (MLA) কালিপদ মণ্ডল বেফাঁস মন্তব্য করে বসলেন। তৃণমূল বিধায়কের দাবি, সরকারি আধিকারিকরাও জড়িত রয়েছেন আবাস যোজনা দুর্নীতিতে। অনেক সুযোগসন্ধানী রয়েছেন আমাদের মধ্যেও।

তৃণমূল বিধায়ক কালিপদ মন্ডল শ্যামপুর বাজারে শনিবার “দিদির সুরক্ষা কবজ” প্রকল্পের প্রচারের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিশাল বড় কর্মযজ্ঞ এটা। ভুল করতেই পারেন সরকারিস্তরের বিডিও। সুযোগসন্ধানী রয়েছেন আমাদের দলের মধ্যেও। দেখবেন এমন অনেক আধিকারিক রয়েছেন যারা নিজে অনুসন্ধান করেছে কিন্তু পরে কৈফিয়ত দিতে পারেনি।

পাশাপাশি শাসকদলের বিধায়কের কথায়, যে আধিকারিককে বিডিও পাঠিয়েছেন তিনি দুর্নীতি করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে। অনেক কিছুই করা হচ্ছে সরকারকে বিরম্বনায় ফেলার জন্য।
পাশাপাশি বিডিওকে ‘এনকোয়ারি’ করতে বলার বিষয়টিও তিনি তুলে ধরেন। তিনি বলেন, বিডিওকে বলা হয়েছিল বাদ পড়া উচিত যদি মনে করেন তাহলে বাদ দিয়ে দিন। একই সাথে ক্ষুব্ধ মানুষদের উচিত পঞ্চায়েত অফিসে বিক্ষোভ না দেখিয়ে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখানোর কথাও তিনি জানান।

Kalipada mla

এই প্রসঙ্গে বিজেপি নেতা শমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল নেতারা নিজেদের দুর্নীতির দায় এখন চাপিয়ে দিচ্ছেন সরকারি আধিকারিকদের উপর। সরকার একদিকেই ডিএ দিতে পারছে না, প্রতারণা করছে পেনশনভোগীদের সাথে। অন্যদিকে, দুয়ারে সরকারে ওইসব আধিকারিকদের নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে বিক্ষোভের মধ্যে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর