‘আসামীর চেয়ে বাইক ধরায় তৎপর পুলিশ’, ক্ষোভ উগরে ফেসবুকে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

বাংলাহান্ট ডেস্ক : এবার বিদ্রোহ তৃণমূলের অন্দরেও। দলের সরকারের উপরই ক্ষোভ প্রকাশ করে সোচ্চার হলেন কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সোমবার ফেসবুকে একটি পোস্ট করেই দিনহাটা থানার পুলিশকে একহাত নিলেন তিনি। সেই পোস্টে তাঁকে দাবি করতে শোনা যায় যে, দিনহাটা থানার পুলিশ বাইক আরোহীদের পাকড়াও করতে যতখানি তৎপরতা দেখায় তার বিন্দুমাত্রও দাগী আসামীদের ধরতে দেখায় না। তাঁর এহেন মন্তব্যকে কেন্দ্র করে স্বভাবতই চরম শোরগোল তৈরি হয়েছে এলাকায়।

গত বছর ৬ মে দিনহাটায় আক্রান্ত হয়েছিলেন বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এরপর অবশ্য ওই কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়ে গদি দখল করেন তিনিই। কিন্তু সেই আক্রমনের চার্জশিট একবছর পরও পেশ করতে পারেনি দিনহাটা পুলিশ। এবার সেই প্রসঙ্গ টেনেই পুলিশকে একহাত নিলেন দিনহাটারই বিধায়ক।

b7c4a6a1 5dd1 4799 a23c 5af1a11f4140

এদিন ফেসবুকে তিনি লেখেন, ‘দিনহাটার পুলিশ বড় অপরাধীদের ভক্ত আর বাইক চালকদের যম। এক বছর হতে চললো আমার ওপর আক্রমণকারীদের চার্জশিট হল না।’ এরপরও নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘গত বছর ৬ মে আমার ওপর হামলা হয়েছিল। তার পর অভিযুক্তরা আদালতে গিয়ে জামিন নিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে দিনহাটাতেই ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশ এখনও চার্জশিটই দিতে পারল না।’

বিগত কয়েকদিন যাবৎ পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন একের পর এক তৃণমূল নেতা। ওদিকে আবার খোদ মুখ্যমন্ত্রীই রাজ্যের পুলিশমন্ত্রী হওয়ায় এই বিষয়টিকেই ইস্যু করে মাঠে নামছে বিরোধী শিবির। এবার উদয়ন গুহর মতন তাবড় নেতার এহেন অভিযোগে যে কার্যতই অস্বস্তিতে রাজ্যের শাসকদল তা বলাই বাহুল্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর