অভিষেকের সভাতে গিয়েই বিপত্তি, তৃণমূল বিধায়কের পকেটমারি! খোয়া গেল বড় অঙ্কের টাকা

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার জলপাইগুড়ির (Jalpaiguri) চালসায় ডব্লিউবিটিজিই ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে তৃণমূলের একাংশের সাথে দ্বন্দ্বে জড়ান নিরাপত্তারক্ষীরা। খবর পাওয়া যাচ্ছে সেই দ্বন্দ্ব থামাতে গিয়ে পকেটমারি হয়েছে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের। বিধায়কের পকেট থেকে চুরি হয়েছে প্রায় ১২ হাজার টাকা।

ঘটনার জেরে বেশ বিড়ম্বনায় পড়েন বিধায়ক। সূত্রের খবর আপাতত তিনি টাকা ধার করে কর্মসূচি চালাচ্ছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই মুহূর্তে জনসংযোগ কর্মসূচির জন্য রয়েছেন উত্তরবঙ্গে। পথে নেমে সাধারণ মানুষের সাথে তিনি কথা বলছেন। শুনছেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা।

তার সাথে উপস্থিত থাকছেন দলের নেতা থেকে বিধায়করা। ডুয়ার্সের জলপাইগুড়ির চালসায় অভিষেকের সভা শুরু হওয়ার আগে ঘটে বিপত্তি। ভিআইপি তালিকায় নাম না থাকায় এক নেতা বিতন্ডায় জড়ান খগেশ্বরবাবুর সাথে। স্থানীয় তৃণমূল কর্মীরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। চালসায় অভিষেকের সভা শুরু হওয়ার আগে আসতে শুরু করেন নেতা-কর্মীরা।

তৃণমূলের প্রাক্তন মেটেলি ব্লক সভাপতি সোনা সরকারও উপস্থিত হন সেখানে। তবে তাকে সভাস্থলে ঢুকতে দেওয়া হয়নি। তাকে বলা হয় ভিআইপি তালিকায় তার নাম নেই। ফলে তাকে সভাস্থলে ঢোকার অনুমতি দেওয়া হবে না। এরপর সোনা সরকার শুরু করেন চেঁচামেচি। পরিস্থিতি সামাল দিতে সেখানে যান খগেশ্বর রায়।

Jalpaiguri

অশান্তি থামার পর খগেশ্বর রায় বুঝতে পারেন যে তার পকেট থেকে উধাও হয়ে গিয়েছে ১২ হাজার টাকা। চারদিকে খোঁজাখুঁজি করেও সেই টাকা আর উদ্ধার করা যায়নি। খগেশ্বর রায় বলেছেন, জনসংযোগ কর্মসূচির জন্য টাকা নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু ঝামেলা চলার সময় সেই টাকা কেউ গায়েব করে দিয়েছে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর