পহেলগাঁওয়ে নৃশংস হামলা! ‘পাক সেনা কর্তারা…’, সিঙ্গাপুরে দাঁড়িয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন অভিষেক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের মুখোশ খুলে দিতে উদ্যত ভারত। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর বিশ্বের নানান দেশে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানো হয়েছে। এর মধ্যে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন দলের অংশ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল (Trinamool Congress) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জাপান, দক্ষিণ কোরিয়ার পর সিঙ্গাপুরে গিয়েছে এই দল। সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের মুখোশ খুলে দেন তৃণমূল নেতা।

সিঙ্গাপুরে দাঁড়িয়ে কী বললেন অভিষেক (Abhishek Banerjee)?

এদিন সিঙ্গাপুর নিবাসী প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন অভিষেক। সেই সময় সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে পাক সেনা আধিকারিকদের উপস্থিত হওয়া নিয়ে মুখ খোলেন তিনি। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘পাবলিক ডোমেইনে এত প্রমাণ আছে, যেখানে আপনি পাক সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে অংশ নিতে দেখেছেন। এমনটা আর কোথায় দেখেছেন আপনি? আমি বলতে চাইছি, আপরা আপনাকে প্রমাণ হিসেবে আর কী দিতে পারি?’

এদিন প্রবাসী ভারতীয়দের কাছে অভিষেক আবেদন করেন, পাকিস্তানের জঙ্গি যোগ সম্বন্ধিত এই তথ্য যেন সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এই কাজের জন্য সমাজমাধ্যমকে ব্যবহার করার কথা বলেন তিনি। তৃণমূল (TMC) সাংসদের কথায়, ‘এখন কূটনৈতিক চ্যানেলের থেকে দ্রুত ভ্রমণ করে টুইটার থ্রেডগুলি’।

আরও পড়ুনঃ ‘যোগ্য’ শুধু নন, ‘চিহ্নিত অযোগ্য’রাও পাবেন চাকরির সুযোগ? SSC কাণ্ডে বড় বার্তা মমতার

পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার পাশাপাশি এদিন জাতীয় সুরক্ষা ও দেশের স্বার্থ নিয়েও মুখ খোলেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, রাজনৈতিক মতপার্থক্য নিয়ে কেন্দ্রীয় সরকারের (Central Government) সঙ্গে আমরা মুখোমুখি লড়াই করতে পারি। তবে জাতীয় স্বার্থ ও সুরক্ষার প্রশ্নে বিরোধীদের হস্তক্ষেপ না করার বিষয়টি তারা নিজেরাই নিশ্চিত করেন। আমি নিজের রাজনৈতিক স্বার্থকে জাতীয় স্বার্থের পথে দাঁড়াতে দেব না, স্পষ্ট বলেন তৃণমূল নেতা।

TMC MP Abhishek Banerjee attacks Pakistan from South Korea

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর রাজনৈতিক বিভেদ ভুলে তৃণমূল সহ বিরোধীরা কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিল। বর্তমানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিশ্বের নানান দেশে যাচ্ছে সর্বদলীয় প্রতিনিধিদল। বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সন্ত্রাসযোগ নিয়ে একাধিকবার সরব হয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। জাপান, দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুরে দাঁড়িয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X