’সাপ সবসময় সাপই থাকে, বদলায় না’! কোরিয়ায় দাঁড়িয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা অভিষেকের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জাপানের পর দক্ষিণ কোরিয়া (South Korea)। ফের একবার পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে সরব হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধিদল। যার অন্যতম অংশ হলেন তৃণমূল (Trinamool Congress) নেতা। সেদেশে দাঁড়িয়েই পাকিস্তানের মুখোশ টেনে ছিঁড়লেন তিনি।

কোরিয়ায় দাঁড়িয়ে পাকিস্তানকে ঝাঁঝালো আক্রমণ অভিষেকের (Abhishek Banerjee)

গত শনিবার জাপানে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ বলেছিলেন, পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর হামলাকারী টিআরএফ আদতে লস্করের ছায়া সংগঠন। আর এদের মদত দেয় পাকিস্তান। তাঁর কথায়, ‘সন্ত্রাসবাদ যদি কোনও পাগলা কুকুর হয়ে থাকে, তাহলে পাকিস্তান তাদের হিংস্র মনিব’। এবার দক্ষিণ কোরিয়ায় দাঁড়িয়ে ৯/১১, ২৬/১১-এর মতো ঘটনাগুলি স্মরণ করিয়ে দিলেন অভিষেক। সেই সঙ্গেই বললেন, ‘সাপ সাপই থাকে। কখনও বদলায় না’।

তৃণমূল (TMC) সাংসদ এদিন স্পষ্ট বলেন, পাকিস্তানকে সমর্থন মানে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থন। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলা কেবলমাত্র ভারতের জাতীয় নিরাপত্তা ইস্যুর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন গোটা বিশ্বের ইস্যুতে পরিণত হয়েছে। সেই জন্য সবাইকে এই নিয়ে ভাবনাচিন্তা করতে হবে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ চিন্তা বাড়াচ্ছে করোনা! বাংলায় ৭ দিনে ১৮ জন আক্রান্তের খোঁজ, বড় বার্তা দিলেন চন্দ্রিমা

অভিষেক এদিন নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করিয়ে দেন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছেন, স্মরণ করান তিনি। উদাহরণ টেনে ভারতীয় সেনার পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়ার কথা বলেন।

তৃণমূল নেতা এদিন ভারত ও পাকিস্তানের অর্থনীতির প্রসঙ্গও টেনে আনেন। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, এই দুই দেশের ইকোনমিক্সের দিকে তাকালে স্বর্গ ও নরকের দেখা পাবেন।

TMC MP Abhishek Banerjee talks about Operation Sindoor in Japan

উল্লেখ্য, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের চেহারা এবার গোটা বিশ্বের সামনে তুলে ধরতে উদ্যোগী ভারত। ইতিমধ্যেই সেই উদ্দেশে একাধিক সর্বদলীয় প্রতিনিধিদল গড়ে তোলা হয়েছে। বিশ্বের নানান দেশে পৌঁছে গিয়েছে সেই টিম। সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন দলে অভিষেক (Abhishek Banerjee) ছাড়াও জল ব্রিটাস, হেমাঙ্গ যোশী, অপরাজিতা সারেঙ্গি প্রমুখরা রয়েছেন। জাপান, দক্ষিণ কোরিয়ার পর সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাবে এই সর্বদলীয় প্রতিনিধিদল।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X