বাংলা হান্ট ডেস্কঃ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক ভেহিকেলের (Electric Vehicle) সংখ্যা। বিগত কয়েক বছরে ভারত জুড়ে এই ধরণের যানবাহনের ব্যবহার তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সেই নিরিখে কি এই গাড়িগুলির চার্জিং স্টেশন বাড়ানো হচ্ছে? সংসদে লিখিত প্রশ্ন করে কেন্দ্রের (Central Government) কাছে এই বিষয়ে বিশদ তথ্য চেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার তাঁর ও ঘাটালের তৃণমূল সাংসদ দেবের (Dev) প্রশ্নেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য!
অভিষেক (Abhishek Banerjee)-দেবের প্রশ্নে জানা গেল কোন তথ্য?
অভিষেকের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি জানান, ২০২১-২২ আর্থিক বছরে বাহন পোর্টালে ৪,৬০,৭৫৯টি ইলেকট্রিক ভেহিকেল নথিভুক্ত করা ছিল। ২০২২-২৩ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ১১,৮৫,৬৪৫টি। এই বিষয়ক তথ্য দিলেও চার্জিং স্টেশন সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে।
২০২৩-২৪ আর্থিক বছরে ভারত জুড়ে ১৬,৮২,৯৫৯টি রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকেল রয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের ১৭ মার্চ অবধি সমগ্র ভারতের নানান প্রান্তে মোট ২৬,৩৬৭টি পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন নির্মিত হয়েছে।
আরও পড়ুনঃ ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য! জিতে গেলেন শুভেন্দু! বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি
এদিকে অভিষেকের (Abhishek Banerjee) প্রশ্ন, গোটা দেশে যেখানে প্রায় ১৭ লক্ষ ইলেকট্রিক ভেহিকেল রয়েছে, সেখানে কি মাত্র ২৬,০০০ পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন যথেষ্ট? জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী এই প্রশ্নের কোনও সরাসরি উত্তর দিতে পারেননি।
ঘাটালের তৃণমূল (Trinamool Congress) সাংসদ দেব আবার লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চান, প্রধানমন্ত্রী ই-বাস সেবা প্রকল্পের মাধ্যমে কোন রাজ্যের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? উত্তরে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী টোখান সাহু জানিয়েছেন, এখনও অবধি এই প্রকল্পে দেশের ১৪টি রাজ্যের জন্য ১ হাজার ৬২ কোটি ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৪৩৭ কোটি ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তবে এই তালিকায় নেই বাংলার নাম। বিহার, ওড়িশা, অসমের মতো একাধিক ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের নাম রয়েছে সেখানে। অবিজেপি শাসিত রাজ্য বলতে জম্মু কাশ্মীর ও পাঞ্জাবকে আগামী আর্থিক বছরে ১ হাজার ৩১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে অভিষেক (Abhishek Banerjee) বন্দ্যোপাধ্যায় জানতে চান, ইলেকট্রিক গাড়ি ও তার ব্যাটারি নিয়ে কেন্দ্রের প্রকল্প ও তার টার্গেট কী? উত্তরে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, এই বিষয়ে নির্দিষ্ট কোনও টার্গেট নেই।