বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতি তো বটেই, বিগত কয়েক বছরে জাতীয় রাজনীতিরও অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নানান ইস্যুতে সংসদে দাঁড়িয়ে ঝাঁঝালো বক্তৃতা রাখতে দেখা গিয়েছে ডায়মন্ড হারবার সাংসদকে। এবার যেমন ফের একবার সরব হলেন তিনি। কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনার অভিযোগে এবার সুর চড়ালেন তৃণমূল (Trinamool Congress) সেনাপতি।
ঝাঁঝালো আক্রমণ শানালেন অভিষেক (Abhishek Banerjee)!
গত শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপরেই বাংলাকে বঞ্চিত করার অভিযোগে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ফের সংসদে দাঁড়িয়ে এই নিয়ে মুখ খোলেন তিনি। কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘কেন্দ্রের এই বাজেট সোনার হরিণের মতো’! কেন একথা বলছেন সেটার ব্যাখ্যাও দেন তিনি।
অভিষেক (Abhishek Banerjee) এদিন বলেন, ‘বিহারে বিজেপির ১২ জন সাংসদ রয়েছে, বাংলাতেও তাই। তা সত্ত্বেও বাজেটে বিহার পেল, কিন্তু বাংলা পেল না। কারণ বাংলায় ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। সেই কারণে বাজেটে বাংলাকে বঞ্চিত করা হল। অন্যদিকে সামনে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে এবারে কেন্দ্রের বাজেট থেকে পরিষ্কার, দেশের মানুষের কথা ভেবে নয়, নির্বাচনকে লক্ষ্য রেখেই এই বাজেট তৈরি করেছে মোদী সরকার’।
আরও পড়ুনঃ দিদির আদেশের পরেই ‘অ্যাকশন’! জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বড় খবর
কর্ম সংস্থান থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড, এরপর একাধিক বিষয় টেনে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান তৃণমূল (TMC) সাংসদ। তিনি দাবি করেন, কিষাণ ক্রেডিট কার্ড শুরু করে এদেশের কৃষকদের সাহায্যের বদলে ঋণের বোঝায় ডোবাতে চাইছে মোদী সরকার। নির্বাচনের আগে নূন্যতম সহায়ক মূল্যের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটা পূরণ হয়নি। কর্মসংস্থানের বেহাল দশা! দিন দিন হু হু করে বাড়ছে বেকারত্বের সংখ্যা।
কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি স্বাস্থ্য, ক্ষুদ্র শিল্প, গ্রামীণ সড়ক যোজনা সহ নানান ক্ষেত্রে বাংলা কীভাবে দিন দিন এগিয়ে চলেছে এদিন তার পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘বেকারত্ব থেকে শুরু করে নোটবন্দি, এই সরকারের জমানায় কোনও প্রতিশ্রুতিই পূরণ হয়নি। এদের আমলে ধনী আরও ধনী হয়েছে এবং গরিব আরও গরিব হয়েছে। সাধারণ মানুষ, বেকার ছেলেমেয়েদের জন্য এরা কিছুই করেনি। ফলে এদের কাছ থেকে এসব আশা করা অন্যায়’।