বাংলা হান্ট ডেস্কঃ গত এপ্রিল মাসের এক রায়ে ওলটপালট হয়ে গিয়েছে হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর জীবন। দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি খুইয়েছেন ২৫,৭৫২ জন। চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন চলছে। গত বৃহস্পতিবার থেকে সেই প্রতিবাদের ঝাঁঝ বেড়েছে। এই আবহে বড় বার্তা দিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার দিল্লি রওনা দেওয়ার আগে এই নিয়ে মুখ খোলেন তিনি।
চাকরিহারাদের উদ্দেশে কী বললেন অভিষেক (Abhishek Banerjee)?
গত বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ’। মূল গেট ভেঙে বিকাশ ভবনের ভেতরে ঢুকে যান আন্দোলনকারীরা। সন্ধ্যার পর পরিস্থিতি তেতে ওঠে। লাঠিচার্জ করে পুলিশ, আহত হন বেশ কয়েকজন। চাকরিহারা শিক্ষকদের লাথি, ঘুষি এমনকি জুতো দিয়েও মারা হয় বলে অভিযোগ। উর্দিধারীদের ভূমিকার সমালোচনা করেছে নানান মহল। এই আবহে মুখ খুললেন অভিষেক।
তৃণমূল (TMC) সেনাপতি এদিন বলেন, ‘গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ করার অধিকার রয়েছে। আমি কোনও ভাবে তাঁদের আন্দোলনকে ছোট করব না। এই আন্দোলনকে কোনও প্রকার রাজনৈতিক রঙ দেব না। তবে আন্দোলন কোনও দিন হিংসাত্মক হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন। আমরা সেই পথে চলেছি। আন্দোলন কোনও ভাবে যেন হিংসাত্মক না হয়’।
অভিষেক বলেন, আন্দোলন হিংসাত্মক হয়ে গেলে তার সারমর্ম হারিয়ে যায়। তৃণমূল সাংসদের কথায়, ‘সরকার নিজের দিক থেকে পরিষ্কার। ইতিমধ্যেই আদালতে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। আমি বলব ধৈর্য ধরে খানিকটা সময় অপেক্ষা করুন। সরকারের ওপর ভরসা রাখুন’।
অন্যদিকে বৃহস্পতিবারের ঘটনার পর আন্দোলনকারীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদের হেনস্থা, সরকারি কাজে বাধা দেওয়া সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। সেই সূত্রে আগামী ২১ মে ১৫ জনকে বিধাননগর উত্তর থানায় উপস্থিত হতে বলা হয়েছে। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এই আবহে প্রতিবাদী চাকরিহারাদের বিরুদ্ধে বড় বার্তা দিলেন অভিষেক (Abhishek Banerjee)। ধৈর্য ধরে খানিকটা সময় অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আন্দোলনকারীরা সেই পরামর্শ শোনেন কিনা সেটাই দেখার।