উর্দিধারীদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন! এর মাঝেই ডায়মন্ড হারবার পুলিশকে প্রশংসায় ভরালেন অভিষেক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনায় প্রশ্নের মুখে এসে পড়েছে পুলিশের ভূমিকা। কয়েকদিন আগে কসবায় চাকরিহারাদের লাথি, লাঠি মেরেছিলেন পুলিশ (Police) আধিকারিকরা। অশান্ত জঙ্গিপুরে আবার দেখা গিয়েছিল, প্রাণ বাঁচাতে দোকানের ভেতর ‘আশ্রয়’ নিয়েছেন উর্দিধারী! এই আবহে এবার ডায়মন্ড হারবার জেলা পুলিশকে প্রশংসায় ভরালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শান্তি, সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে তাঁদের কাজ দেখে কার্যত মুগ্ধ তৃণমূল (Trinamool Congress) সেনাপতি।

‘আপনাদের অক্লান্ত পরিশ্রমকে শ্রদ্ধা জানাই’! লিখলেন অভিষেক (Abhishek Banerjee)

গত শুক্রবার থেকে সংবাদের শিরোনামে রয়েছে মুর্শিদাবাদ। ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ ঘিরে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন একাধিক ব্যক্তি। পুড়িয়ে দেওয়া হয়েছে বহু দোকান, বাড়ি। অশান্তির জেরে ভিটে-বাড়ি ছেড়ে পালিয়েছেন বহু পরিবার। শনিবারই সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিএসএফ ও পুলিশের প্রচেষ্টায় আস্তে আস্তে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে দাবি প্রশাসনের।


রাজ্যের একপ্রান্ত যখন অশান্ত, সেই সময় ব্যতিক্রমী ভূমিকা পালন করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ (Diamond Harbour Police District)। এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছেন তাঁরা। এবার সেকথা জানিয়ে তাঁদের প্রশংসায় ভরালেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

আরও পড়ুনঃ রবিবার অবধি ঝড়বৃষ্টির পূর্বাভাস! আজ ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাঃ আবহাওয়ার খবর

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড। সেই পোস্টের সঙ্গে একটি ভিডিও জুড়ে দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে প্রতিবাদকারীদের বলছেন, ‘আপনাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে কেউ যদি কোনও সরকারি সম্পত্তি নষ্ট করে অথবা কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আমি নিজের খাকি উর্দির শক্তি দেখাব’। ওই ভিডিওয় লেখা রয়েছে, প্রতিবাদকারীরা জড়ো হলেও আইন লঙ্ঘন করতে পারেননি।

abhishek banerjee 1

এই ভিডিও শেয়ার করেই ডায়মন্ড হারবার জেলা পুলিশকে প্রশংসায় ভরিয়ে দেন অভিষেক। তিনি লেখেন, ‘সমগ্র এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমি শ্রদ্ধা জানাই’। তৃণমূল সাংসদ জানিয়েছেন, সেখানকার বাসিন্দাদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশ। সেই সঙ্গেই সমগ্র এলাকাজুড়ে শান্তি এবং জেলা প্রশাসনের প্রতি আস্থা রাখায় ডায়মন্ড হারবারের প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

উল্লেখ্য, ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর থেকে সেখানকার মানুষের জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। নিজ লোকসভা কেন্দ্রের উন্নয়নের দিকে কড়া নজর থাকে তৃণমূল সাংসদের। এবার যেমন এলাকাজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে ডায়মন্ড হারবার জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করলেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X