অপারেশন সিঁদুরের পর প্রথম প্রতিক্রিয়া! ‘পাওয়ারফুল’ ছবি দিয়ে ‘আসল সমস্যা’ চিহ্নিত করলেন অভিষেক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার মধ্যরাতে জঙ্গি নিধন ভারতের। অধিকাংশ দেশবাসী যখন নিদ্রায় আচ্ছন্ন, সেই সময়ই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক হামলা চালায় ভারতীয় সেনা। ধ্বংস করা হয় একাধিক জঙ্গি ঘাঁটি। ইতিমধ্যেই অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। এবার প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গেই ‘আসল সমস্যা’ও চিহ্নিত করে দিলেন তিনি।

অপারেশন সিঁদুর নিয়ে কী বললেন অভিষেক (Abhishek Banerjee)?

পহেলগাঁও কাণ্ডের বদলা নিয়েছে ভারত। এক রাতের মধ্যে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এদেশের সেনা। একের পর এক বিরোধী নেতা ইন্ডিয়ান আর্মির প্রশংসা করেছেন। ব্যতিক্রম নন অভিষেকও। এদিন এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) বিদেশসচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কম্যান্ডার ব্যোমিকা সিংয়ের ছবি শেয়ার করে একটি দীর্ঘ বার্তা দেন তৃণমূল সাংসদ।

অভিষেক লেখেন,’ধন্যবাদ ভারতীয় সেনা। বহিরাগত শক্তি যখন বিভাজনের চেষ্টা করে, তখন ভারত কীভাবে ঐক্যবদ্ধ থাকে সেই বিষয়টিকে নিশ্চিত করে এই শক্তিশালী ছবি। নির্ভুলতা, সংযম ও শৃঙ্খলার সঙ্গে আঘাত হানার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর অসাধারণ বীরত্বকে আমি কুর্নিশ জানাই’।

আরও পড়ুনঃ ‘ফোন খোলা রাখুন, মাঝরাতে ডাক পেলে বেরিয়ে পড়ুন’! যুদ্ধের আবহেই বিরাট বার্তা শুভেন্দুর

তৃণমূল (TMC) সেনাপতি লেখেন, ভারত সীমা অতিক্রম না করে কিংবা নিরীহদের জীবন বিপদে না ফেলে সন্ত্রাসবাদ গুঁড়িয়ে দিয়েছে। ‘এটাই ভারতের শক্তি- সংকল্পে দৃঢ়, তবে কাজের ক্ষেত্রে সম্মানজনক’। এরপরেই ‘আসল সমস্যা’ চিহ্নিত করেন তিনি।

abhishek banerjee 1

অভিষেক লেখেন, ‘তবে এটা পরিষ্কার করা হোক, র‍্যাবিড কুকুরকে দমালেই বিপদ শেষ হয়ে যায় না। এদের যারা তৈরি করে তারা যদি বেঁচে থাকে ও আরও তৈরি করার পরিকল্পনা করতে থাকে, তাহলে বিপদ থেকেই যায়। আসল সমস্যা এই র‍্যাবিড কুকুর নয়, বরং তাদের যারা জন্ম দেয়, প্রশিক্ষণ দেয় ও এরপর সন্ত্রাস ছড়ায়, তারাই আসল সমস্যা’।

অভিষেক (Abhishek Banerjee) লেখেন, দীর্ঘস্থায়ী শান্তি ও সুরক্ষা সুনিশ্চিত করতে হলে গোটা বিশ্বকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং যারা এই হিংসার বংশবৃদ্ধি করে, প্রশিক্ষণ দেয় ও ছড়িয়ে দেয় তাদের গুঁড়িয়ে ফেলতে হবে। ‘উপসর্গের চিকিৎসা বন্ধ করে এখন সরাসরি রোগের দিকে এগিয়ে যাওয়ার সমস্যা এসেছে’, লেখেন তৃণমূল সাংসদ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X