বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষা শেষে শনিবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ তিনি কী ঘোষণা করেন সেদিকে নজর ছিল সকলের। ব্যতিক্রম নন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। বাজেট পেশ সম্পন্ন হতেই এই নিয়ে মুখ খুলেছেন একাধিক রাজনীতিক। বাংলাকে বঞ্চনার অভিযোগে যেমন সুর চড়িয়েছেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
ফের বঞ্চিত বাংলা! অভিযোগ অভিষেকের (Abhishek Banerjee)
এদিন বাজেট পেশ সম্পন্ন হতেই এই নিয়ে সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পশ্চিমবঙ্গ থেকে ১২ জন বিজেপি সাংসদ থাকলেও, কেন এই রাজ্যের জন্য বাজেটে কোনও ঘোষণা নেই? প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে অভিযোগ, চলতি বছর বিহারে বিধানসভা ভোট রয়েছে, সেই কারণে সেই রাজ্যের দিকে মন দিয়েছে কেন্দ্রীয় সরকার।
বাজেট প্রসঙ্গে অভিষেক বলেন, ‘যখন ১৮ জন বিজেপি সাংসদ জিতেছিলেন, তখনও বাংলা কিছু পায়নি। এখন ১২ জন সাংসদ রয়েছেন, এখনও বাংলাকে কিছু দেওয়া হল না। এই ১২ জন বিজেপি সাংসদ এই বিষয়ে কোনও প্রতিবাদও করবেন না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত’।
আরও পড়ুনঃ Budget 2025: ‘২ কোটি অবধি…’! মহিলাদের জন্য বড় সুখবর! বাজেটেই বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর
এখানেই না থেমে তৃণমূল (TMC) সাংসদ আরও বলেন, ‘এর আগে অন্ধ্রপ্রদেশে ভোট ছিল। সেই কারণে ওই রাজ্যের জন্য ঢালাও ঘোষণা করা হয়েছিল। ২০২৫ সালের নভেম্বর মাসে বিহারে নির্বাচন রয়েছে। সেই কারণে বিহারের দিকে মন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলার জন্য কিছুই করা হয়নি’। অভিষেকের দাবি, ‘এরা ভোট মাথায় রেখেই সবটা করে, সাধারণ মানুষের জন্য তো কিছু করে না’।
এবারের বাজেটে বার্ষিক ১২ লক্ষ টাকা অবধি আয়কর ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বিষয়েও প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। তৃণমূল সেনাপতি বলেন, ‘একদিকে বার্ষিক ১২ লক্ষ টাকা অবধি আয়ে কর ছাড়ের কথা ঘোষণা করেছেন। অন্যদিকে আবার করের নতুন কাঠামোর কথাও জানিয়েছেন। সম্পূর্ণ বিষয়টাই ভীষণ অস্পষ্ট। বাজেটের সবটা পড়ে যা বলার বলব’।