‘সন্ত্রাসবাদ পাগল কুকুর হলে, পাকিস্তান তাদের হিংস্র মনিব’! জাপানে ‘অপারেশন সিঁদুর’এর ব্যাখ্যা দিলেন অভিষেক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের ছবি এবার গোটা বিশ্বের সামনে তুলে ধরছে ভারত। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরেই একাধিক সর্বদলীয় প্রতিনিধিদল গড়ে তোলা হয়। ইতিমধ্যেই বিশ্বের নানান দেশে পৌঁছে গিয়েছেন এই টিমের সদস্যরা। বর্তমানে যেমন জাপানে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন দল। যার অন্যতম অংশ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল (Trinamool Congress) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার তিনিই জাপানে ‘অপারেশন সিঁদুরে’র ব্যাখ্যা দিলেন। পহেলগাঁও কাণ্ডের পর ভারত কীভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে সেকথা তুলে ধরেন তিনি।

‘অপারেশন সিঁদুরে’র ব্যাখ্যা দিয়ে কী বললেন অভিষেক (Abhishek Banerjee)?

ভারতীয় সময় অনুসারে শনিবার সকালে টোকিও নিবাসী প্রবাসী ভারতীয়দের মুখোমুখি হন সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যরা। তৃণমূল সাংসদ তখন বলেন, ‘আমি ভারতের একটি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এককাট্টা। আমার মনে হয়, পাকিস্তান যে ভাষা বোঝে, ওদের সেই ভাষাতেই উত্তর দেওয়া উচিত’।

অভিষেক জানান, পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর যে টিআরএফ হামলা চালিয়েছিল, তারা আদতে লস্করেরই ছায়া সংগঠন। আর এদের মদত দেয় পাকিস্তান। তৃণমূল (TMC) সাংসদের কথায়, ‘যদি সন্ত্রাসবাদ কোনও পাগলা কুকুর হয়ে থাকে, তাহলে পাকিস্তান তাদের হিংস্র মনিব’।

আরও পড়ুনঃ বিস্ফোরক অভিযোগ! হাইকোর্টের আইনজীবীকেই জেল খাটার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি

ডায়মন্ড হারবারের এমপি এদিন বলেন, ‘পাকিস্তানকে আমরা দু’সপ্তাহ সময় দিয়েছিলাম। ভেবেছিলাম, পহেলগাঁও কাণ্ডের দোষীদের বিরুদ্ধে ওরা কোনও পদক্ষেপ গ্রহণ করবে। তবে এমনটা হয়নি। ১৪ দিন পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালাল ভারত ও এর মাধ্যমে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। একজনও সাধারণ নাগরিকের ক্ষতি না করে সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিয়েছে ভারত’।

Abhishek Banerjee in Japan

এদিন প্রবাসী ভারতীয়দের সামনে অপারেশন সিঁদুরের নানান ছবি, ভিডিও তুলে ধরেন অভিষেক সহ সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যরা। সেই সঙ্গেই জানানো হয়, এবার পাকিস্তানের বিরুদ্ধে সকল তথ্যপ্রমাণ রয়েছে ভারতের কাছে।

উল্লেখ্য, সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন এই টিমে অভিষেক (Abhishek Banerjee) ছাড়াও জন ব্রিটাস, অপরাজিতা সারেঙ্গি, হেমাঙ্গ যোশী প্রমুখরা রয়েছেন। বর্তমানে জাপানে রয়েছেন প্রতিনিধিদলের সদস্যরা। এরপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও কোরিয়া যাবে এই টিম।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X