‘৪৮ ঘণ্টার মধ্যেই হবে মুশকিল আসান, সমস্যার সমাধান’, ‘দিদির দূত’ কর্মসূচিতে প্রতিশ্রুতি বিধায়কের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে চলছে ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kavach) কর্মসূচি। জেলায় জেলায় আম জনতার সমস্যা নিরসনে পৌঁছে যাচ্ছে দিদির দূত রূপে তৃণমূল নেতা, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা। আর সেই কর্মসূচীতে গিয়েই একের পর এক জনরোষের মুখে পড়ছেন দিদির দূতরা। তবে এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগাদায় দিদির দূত কর্মসূচিতে মানুষের সমস্যার কথা শুনে ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের প্রতিশ্রুতি দিলেন তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক (TMC MLA) বিশ্বজিৎ দাস।

এদিন দিদির দূত কর্মসূচি পালনে বাগদার (Bagdah) আমডোব বাজারে দূত রূপে পৌঁছেছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। এরপর বিধায়কে পেয়েই সেখানের মানুষ তাঁদের সমস্ত সমস্যার কথা তাঁকে জানান। আমডোম বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শৌচাগারের সমস্যার কথা জানানো হয় বিধায়ককে। তাঁদের দাবি, বাজারে নতুন শৌচাগার তৈরি হলেও দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় থাকার ফলে সমস্যায় ভুগছেন তাঁরা। পাশাপাশি বাজারে জল নিকাশি ব্যবস্থা নিয়েও নিজেদের অভিযোগ জানান তাঁরা।

অন্যদিকে ব্যবসায়ী সমিতির কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্র দ্রুত তা সমাধানের আশ্বাস দিলেন তৃণমূল বিধায়ক। পাশাপাশি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষকে ফোন করে ৪৮ ঘণ্টার মধ্যে শৌচাগারে বিদ্যুৎ সংযোগের নির্দেশও দেন তৃণমূল জেলা সভাপতি। তৃণমূল নেতার এই আশ্বাস পেয়ে বেজায় খুশি ব্যবসায়ী সমিতির সদস্যেরা। বিধায়কের আশ্বাসে বিশ্বস্ত তাঁরা।

tmc flag

আমডোম বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক জানান, “ব্যবসায়ীদের পক্ষ থেকে এখানে একটি শৌচাগার করা হয়েছে। সেটি দীর্ঘদিন বিকল হয়ে পড়ে রয়েছে। বিদ্যুতের কোনও সংযোগ নেই। আর বিদ্যুৎ সংযোগ না হলে শৌচাগারটা চালু করতে পারছি না। তাই বিধায়ককে বললাম অবিলম্বে সেটির ব্যবস্থা করে দিতে। পাশাপাশি অভিযোগ জানিয়ে বলেছি যে বাজারে একটি মাটির রাস্তা রয়েছে। সেই রাস্তাটি যেন ঠিক করে দেওয়া হয়। অনেক সময় আশ্বাস দিয়ে কাজ হয় না। যদি সত্যি কাজ হয় তাহলে খুব ভাল কথা।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর