ফেসবুকে বিস্ফোরক ভিডিও তৃণমূলের হেভিওয়েট সাংসদের! রাজ্য জুড়ে জোর জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওর (Video) মাধ্যমে বোমা ফাটালেন তৃণমূল (All India Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) আগাগোড়াই চাঁছাছোলা কথাবার্তার জন্য বিখ্যাত তৃণমূলের এই সাংসদ। ভুল কাজ করলে অন্য দলের নেতা তো দূরের কথা নিজের দলের নেতাদেরই ছারেন না তিনি। এবার আবারও সেরকমই কিছু ইঙ্গিত দিলেন তিনি। বেশ কিছুদিন আগে আমফান ঝড়ের পর ত্রাণ বিলি নিয়ে বড় সতর্কবার্তা জারি করেছিলেন তৃণমূলের এই সাংসদ।

তিনি সেদিন একটি ভিডিওর মাধ্যমে সবাইকে সতর্ক করে দেন যে, কোন তৃণমূল নেতা যদি আমফানের টাকা পাইয়ে দেওয়ার নাম করে আপনার কাছ থেকে কাটমানি চাইতে আসে, তাহলে দেবেন না। কারণ ঝড়ে ক্ষতি হলে আপনি আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য। আপনার টাকা পাইয়ে দেওয়ার নামে কেউ টাকা চাইতে এলে একদম বিশ্বাস করবেন না। ওনার এই ভিডিও নিয়ে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে জোর জল্পনা উঠেছে।

এরকম বহু দৃষ্টান্ত আছে যেখানে মহুয়া মৈত্র নিজের দলের নেতা, নেত্রীদের সমালোচনা করতে ছারেন তিনি। এবার তিনি মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত পরিষেবা নিয়ে। তিনি ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে, বহু পঞ্চায়েত এখনো ৬০% টাকা খরচ করতে পারেনি।

উনি জানান, পঞ্চায়েত গুলো বছরে এলাকার উন্নয়নের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা করে পায়। আর এই বিপুল টাকা যদি খরচ করে, তাহলে রাজ্যের কোথাও কোন কাঁচা রাস্তা থাকার কথা নয়। জেনে নিন উনি আরও কি কি বলেছেন?

১. চতুর্দশ অর্থ কমিশন, performance based grant মিলিয়ে একটি গ্রাম পঞ্চায়েত বছরে গড়ে কম করে ১.২০ কোটি টাকা পায়

গ্রাম পঞ্চায়েতের অায়তন, জনসংখ্যা, পারফরম্যান্স এর ভিত্তিতে এই টাকার পরিমাণ অারো বেশি হয়

ISGP পঞ্চায়েত হলে বছরে ২ কোটির বেশি টাকা মেলে

২. ২০১৯-২০ সালে চতুর্দশ অর্থ কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে, শীঘ্রই পঞ্চদশ কমিশনের টাকা ঢুকবে

৩. এখনো বহু পঞ্চায়েত পুরনো টাকা খরচ করতে পারে নি, প্রতি বছর ডিসেম্বর মাসে অন্ততঃ ৬০% টাকা খরচ করার নিয়ম, বহু পঞ্চায়েত তা করতে পারে নি

৪. এই বিপুল টাকা পরিকল্পনা মাফিক খরচ করলে গ্রামীণ এলাকায় কোন কাঁচা রাস্তা থাকার কথা নয়, কিন্তু এখনো অনেক পঞ্চায়েতে বেশী রাস্তাই কাঁচা

৫.২০১৪ সালে রাজ্য সরকার ৫ লক্ষের বেশি মূল্যের কাজের জন্য ই টেন্ডার চালুর কথা বললেও অনেক পঞ্চায়েত অাজও তার পরিকাঠামো তৈরি করতে পারে নি

৬. পঞ্চায়েতগুলি ৩.৫ লক্ষ টাকার নীচে কাজ করতে চায়, যেহেতু ISGP ও ব্লক তার ঊর্ধ্বে রিভিউ করে

৭. স্বচ্ছতার স্বার্থে প্রতি পঞ্চায়েতে ই টেন্ডার, ৩.৫ লক্ষ টাকার বেশি কাজ করা ও বড় সম্পদ তৈরি যেমন বড় রাস্তা, নিকাশি নালা, বর্জ্য অপসারণ কেন্দ্র, পানীয় জল এই সব দিকে নজর দিতে হবে

গলির ছোট রাস্তা, ছোট নালা একশো দিনের কাজেই করা যায়, এতে মানুষ কাজও পাবেন

https://www.facebook.com/MahuaMoitraOfficial/videos/705634140269770/

Koushik Dutta

সম্পর্কিত খবর