বাংলায় যা হয়েছে গোটা দেশেও তাই হবে, রাজ্যসভায় মোদী সরকারকে হুঁশিয়ারি ডেরেকের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই রাজ্যসভা এবং লোকসভায় দ্রুততার সঙ্গে বিল পাশ করানোকে কটাক্ষ করে পাপড়ি চাটের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। বুধবার অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য ১২৭ তম সংবিধান সংশোধনী বিল এনেছে কেন্দ্র। এই বিলের মাধ্যমে রাজ্য সরকারগুলি নিজস্ব ওবিসি তালিকা তৈরির অনুমতি পাবে। পেগাসাস কান্ড নিয়ে এই মুহূর্তে বিরোধীরা উত্তাল হলেও এই বিলে সরকারের সমর্থনেই দাঁড়িয়েছেন তারা।

একইসঙ্গে প্রশ্ন ওঠে জাতিভিত্তিক শুমারির ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে কেন সরকার? পাশাপাশি এমন একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার সময় সংসদে অনুপস্থিত প্রধানমন্ত্রী। বুধবার নিজের বক্তৃতায় এ কথা বারবার টেনে আনেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এমনকি এই বিষয়ে মোদী সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। মঙ্গলবার বহু বিতর্কের মাঝে শেষ পর্যন্ত ওবিসি ভিত্তিক বিল পাশ হয়েছে ঠিকই, কিন্তু তার মাঝেও একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেন ডেরেক।

এদিন মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘‘সরকারের কাছে আমার অনুরোধ, আমাদের পরামর্শ নিন। তাড়াহুড়ো করতে যাবেন না। আচরণে বদল আনুন। না হলে বাংলায় যা ঘটেছে, গোটা দেশে তা ঘটবে।’’ আলোচনা মূলত ওবিসি ভিত্তিক বিল নিয়ে হলেও এই আলোচনার মধ্যেও পেগাসাস কান্ডের জের টেনে আনেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এমনকি ত্রিপুরার ঘটনার কথা উল্লেখ করেন তিনি।

অলিম্পিকে পদকপ্রাপ্তি এবং দুর্দান্ত পারফরম্যান্সের পর ফের একবার মেতে উঠেছে গোটা দেশ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রীক পুরাণের কথা টেনে আনেন ডেরেক। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তো অলিম্পিকের মহান আদর্শে বিশ্বাসী। সেনা, সংবাদমাধ্যম, বিচারব্যবস্থা, আন্দোলনকর্মী, বিরোধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বত্রই এক অলিম্পিক দেবতার উপস্থিতি দেখা যাচ্ছে। কারণ পেগাসাস অলিম্পিক দেবতা পোসেইডনের ছেলে। ডেরেকের বক্তব্যে যে পেগাসাস কান্ড নিয়ে সরকারের মৌনতার প্রতি তীব্র কটাক্ষ ছিল তা বলাই বাহুল্য।

 

সম্পর্কিত খবর

X