‘ক্ষমতা কারও কাছে সারাজীবন থাকে না’‌, ঘাটাল পৌঁছেই CBI কে একহাত নিলেন দেব

বাংলা হান্ট ডেস্ক : সামনেই দুর্গাপুজো (Durgapuja) কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI যে আপাতত মোটেই পুজোর মোডে নেই। এদিন আবার সেকথা স্পষ্ট তাদের কর্মকাণ্ডে। রাজ্যের বর্তমান সরকারের নিয়োগ দুর্নীতির কথা সবাই জানেন কিন্তু এবার পৌরসভাতে নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতির কারণে হানা পড়ল ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং মদন মিত্রের বাড়িতে। টানা ৬ ঘণ্টা মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে কাটিয়ে বেরোলেন গোয়েন্দারা।

বিষয়টি সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। সাধারণত এসব নিয়ে মুখ খুলতে দেখা যায়না ঘাটালের সাংসদ ‘দেব’কে (Dev)। কিন্তু সামনেই লোকসভা ভোট আর তার আগে ময়দান তৈরি করতে লেগে পড়লেন শাসকদলের অভিনেতা। রোববার ঘাটালে পৌঁছেছেন তিনি। আসলে একদিন আগেই তিনি নিখোঁজ বলে পোস্টার পড়ে। তাই না এসে উপায়ও নেই তার।

অতিবৃষ্টির জেরে বন্যা কবলিত হয়েছে দেবের লোকসভা কেন্দ্র ঘাটাল। কিন্তু তিনি ব্যাস্ত তার সিনেমায়। স্বাভাবিক ভাবেই বিরোধী দলের লোকেরা সেই কারণে নিখোঁজ পোস্টার দেয়। এরপর দলবল এবং মিডিয়া নিয়ে সেখানে হাজিরা দেন দীপক অধিকারী ওরফে দেব। এদিন তিনি নানান রাজনৈতিক ঘটনা নিয়ে ঘাটাল থেকে ঘটা করে প্রতিক্রিয়া দেন। তার অভিযোগ এসবই ঘটছে BJP এর জন্য!

আরও পড়ুন : ‘সোজা উপরে যাচ্ছিলাম…’, অনন্যার হাড়হিম করা দুর্ঘটনার অভিজ্ঞতা শুনে শিউরে উঠলেন রচনাও

প্রথমে মুখ খোলেন নিখোঁজ পোস্টার নিয়ে। অভিনেতা বলেন, ‘‌মানুষ আমাকে চায় বলেই নিখোঁজ পোস্টার দিয়েছে। অর্থাৎ আমাকে খুঁজছে। আর আমি তো এসে গিয়েছি। মানুষ খোঁজার সঙ্গে সঙ্গে এসে গিয়েছি। এখন মানুষজন খুব সমস্যায় আছেন। কারণ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। মানুষকে এই দুর্যোগপূর্ণ পরিবেশ থেকে সরাতে হবে। আমার দল কাজ করছে। আমিও তাঁদের সাহায্য করতে এসেছি। সুতরাং এখানে মানুষকে সাহায্য করা ছাড়া আর কোনও বিষয় গুরুত্ব পেতেই পারে না।’‌

আরও পড়ুন : ইজরায়েল ঘুরতে গিয়ে বিপাকে নুসরত! হামসের হামলায় দেশে ফেরা নিয়ে সংকটে নায়িকা

actor dev alias deepak adhikari trinamool 827547

এদিকে তৃণমূল সাংসদ আবার CBI হানা নিয়েও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের বাড়িতে CBI এর হানা দেওয়াটা যে তার মোটেই পছন্দ হয়নি সেকথা স্পষ্ট তার কথা থেকে। তিনি বলেন, ‘‌কেউ যদি ভুল করে থাকে, তার শাস্তি হওয়া উচিত। আর যদি রাজনৈতিক ষড়যন্ত্রে বিষয়টি হয়ে থাকে তাহলে ভবিষ্যতের জন্য খুব খারাপ। কারণ সারাজীবন কারও কাছে ক্ষমতা থাকবে না। অন্যরা যখন ক্ষমতায় আসবে, তারাও একই পন্থা নেবে, যা দেশের জন্য খারাপ। আর ববিদা একজন যথেষ্ট সিনিয়র নেতা। তিনি এসবের মধ্যে নেই বলেই আমার বিশ্বাস। তাছাড়া তিনি জানেন কি করে সব সামলাতে হয়। অনেক ভাল কাজ করেছেন মেয়র হিসাবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর