রাজনীতি ছাড়তে চেয়েছিলেন! কী কারণে কামব্যাক? অবশেষে ‘আসল কারণ’ ফাঁস করলেন দেব

বাংলা হান্ট ডেস্কঃ রাজনীতি থেকে বিনোদন, দুই দুনিয়ারই অতি পরিচিত মুখ হলেন দেব (Dev)। একাধারে টলিউড সুপারস্টার, অন্যদিকে ঘাটালের সাংসদ- দুই ভূমিকাতেই তিনি সফল। গত বছরের লোকসভা ভোটে ফের একবার জয়ী হয়েছেন। যদিও শোনা যায়, চব্বিশের নির্বাচনে প্রার্থী হতে চাননি দেব। বরং রাজনীতি থেকে অব্যাহতি চেয়েছিলেন। তাহলে ফের কেন কামব্যাক? এবার ‘আসল কারণ’ খোলসা করলেন নিজেই।

কোন কারণে ফের রাজনীতিতে ফিরলেন? জানালেন দেব (Dev)

চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটালে মুখোমুখি হয়েছিলেন দুই হেভিওয়েট। তৃণমূলের (Trinamool Congress) দেবের বিপরীতে ছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। টলিপাড়ার দুই হিরোর লড়াইয়ে শেষ হাসি হেসেছেন দেবই। হিরণকে হারিয়ে ফের একবার ঘাটালের সাংসদ হয়েছেন তিনি। এবার রাজনীতিতে ফিরে আসার কারণ জানালেন তৃণমূল সাংসদ।

কয়েকদিন আগেই রাজ্য বাজেট ঘোষিত হয়েছে। সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। এই ঘোষণায় খুশি ঘাটালের তৃণমূল সাংসদ। এরপরেই এই নিয়ে মুখ খোলেন তিনি।

আরও পড়ুনঃ টাকার অভাবে উকিল নিয়োগে ব্যর্থ? আমজনতার মুখ চেয়ে এবার বিরাট কথা বলে দিল সুপ্রিম কোর্ট

গত লোকসভা ভোটে ঘাটালের অন্যতম ইস্যু ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। এই নিয়ে মুহুর্মুহু আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা। তা সত্ত্বেও নিজের আসন ধরে রাখতে সমর্থ হন দেব (Dev)। এবার সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, ‘আমার রাজনীতিতে ফিরে আসার একটাই কারণ, ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালের মানুষকে দিদি কথা দিয়েছিলেন। কথা দিয়ে কথা রাখার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ’। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি বরাদ্দ হওয়ায় তিনি যে খুশি, তা এদিন স্বীকার করে নেন তৃণমূল সাংসদ।

TMC MP Dev

প্রত্যেক বছর বর্ষা আসলেই জলে ডুবে যায় ঘাটাল। জল যন্ত্রণায় ভুগতে হয় এলাকাবাসীকে। সেখান থেকে তাঁদের মুক্তি দিতেই ঘাটাল মাস্টার প্ল্যান করা হয়েছিল। অতীতে কেন্দ্রের অসহযোগিতার কারণে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা যায়নি বলে অভিযোগ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। শেষমেশ এক্ষেত্রে ‘একলা চলো’ নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

রিপোর্ট বলছে, গত বছরই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য টাকা বরাদ্দ করতে শুরু করেছিল। সেচ দফতর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। ৩.৫ কিমি দীর্ঘ গার্ডওয়াল তৈরির জন্য ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গেই যুক্ত হয়েছে আরও ৫০০ কোটি। রাজ্য বাজেটে এই সংক্রান্ত ঘোষণা হতেই মুখ খোলেন তৃণমূল সাংসদ দেব (Dev)। এই একটি কারণেই ফের রাজনীতির আঙিনায় প্রত্যাবর্তন বলে জানান তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর