কত টাকা নিয়েছেন দেব? ‘হিসেব’ দিয়ে এবার তৃণমূল সাংসদকে গ্রেফতারির দাবি তুললেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য-রাজনীতিতে চর্চার শিরোনামে এখন তৃণমূলের তারকা সাংসদ দেব (TMC MP Dev)। সম্প্রতি বেশ কিছুদিন তার রাজনীতি ছাড়ার জল্পনায় রীতিমতো শোরগোল পড়েছিল। কোনো রকমে সেই টানাপোড়েন কাটিয়ে ফের ছন্দে ফেরার পরই ইডি-র ডাক পেয়েছেন দেব। গরু পাচার মামলায় তৃণমূলের হেভিওয়েট সাংসদকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এই ইস্যুতেই এবার ময়দানে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরাসরি দেবকে গ্রেফতার করা উচিৎ বলে মন্তব্য করলেন শুভেন্দু।

বৃহস্পতিবার সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন শুভেন্দু। তবে স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দলনেতাকে ঘটনাস্থলে যেতে বাধা দেয় পুলিশ। রামপুরের রাস্তায় বসে কয়েক ঘণ্টা ধর্না দেওয়ার পর কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। সেখানেই দেবকে নিয়ে বিস্ফোরক দাবি করে শুভেন্দু বলেন, গরুপাচারের টাকা যে দেবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তার প্রমাণও রয়েছে।

এদিন জোর গলায় শুভেন্দু বলেন, ‘দেব তো এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে তো। অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে সারাদিন জেরা হয়েছে। ইডি কেন এত দেরি করল? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। গরু পাচারের পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে। সেই টাকায় সিনেমা করেছে।’ খোঁচা দিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘এত লোক থাকতে ইডি আপনাকেই ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হ্যায় তো?’

প্রসঙ্গত, সম্প্রতি দেবের রাজনীতি ছাড়ার জল্পনায় শোরগোল পড়ে যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও রাজনীতি ছাড়া নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। এরপরই আসরে নামেন দলের সর্বোচ্চ নেতৃত্ব। মমতা এবং অভিষেকের সঙ্গে বৈঠক হয় দেবের। আর সেই বৈঠকের পর সাংসদ জানিয়ে দেন তিনি রাজনীতি ছাড়ছেন না। ঘাটাল থেকেই ফের তিনি লোকসভা ভোটে দাঁড়াচ্ছিলেন বলে জানা গিয়েছিল। তবে এসবের মাঝেই বৃহস্পতিবার দেবকে নোটিস ধরায় ইডি।

dev ed

আরও পড়ুন: ‘এটা দেখুন…’, পকেট থেকে ফোন বের করে সাংবাদিককে যা দেখালেন শুভেন্দু, শোরগোল গোটা রাজ্যে

রাজনীতির ছন্দে ফেরার পরই দিল্লিতে তলব করা হয় ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে। ইডি সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করতে আগামী ২১ ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। বেশ কিছু নথি নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই একই মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন দেব।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর