জলে ডুবে ঘাটাল! ‘মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে…’! ছাব্বিশের ভোট নিয়ে বিরাট ঘোষণা দেবের

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা আর নেতা, একইসঙ্গে দুই দায়িত্ব পালন করছেন দেব (Dev)। রবিবার যেমন ‘খাদান’এর শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেই ঘাটাল পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ। কখনও স্পিড বোট, কখনও আবার ভটভটি চেপে বন্যা কবলিত ঘাটাল পরিদর্শন করলেন তিনি। সেই সঙ্গেই জানালেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাবেন না।

  • ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন দেব (Dev)

প্রত্যেক বছর বন্যায় ডুবে যায় ঘাটাল, তা সত্ত্বেও এখনও ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) বাস্তবায়িত হয়নি। লোকসভায় একাধিকবার এই বিষয়টি উত্থাপন করেছেন দেব। শেষমেশ রাজ্য জানায়, এক্ষেত্রেও ‘একলা চলো নীতি’ অনুসরণ করা হবে। নিজেদের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে তারা।

  • কবে থেকে শুরু হবে কাজ?

এদিন দেবকে (Dev) এই নিয়ে প্রশ্ন করা হতেই তিনি বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে সেই কথা রাখেন। মানুষ অনেক অসুবিধার মধ্যে রয়েছে। সবাই মিলে পাশে থাকতে হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আশা করি আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে নির্মাণের কাজ শুরু করতে পারব’।

আরও পড়ুনঃ অধীর-জমানায় ইতি! তৃণমূলের সঙ্গে এবার ‘নরম সম্পর্ক’? চমকে দেওয়া উত্তর শুভঙ্করের

এখানেই না থেমে ঘাটালের তৃণমূল (TMC) সাংসদ বলেন, মান সিংহ কমিটি মাস্টার প্ল্যানের যে সুপারিশ করেছিল, সেটা যদি বাস্তবায়িত করা হয়, তাহলে ঘাটালের অর্ধেক নদী হয়ে যাবে। প্রচুর জায়গাকে নদীতে বদল করতে হবে। যা সম্ভব নয়। সেই কারণে নয়া প্ল্যান অনুসারে, ৪ কিমি জমিকে বাঁধে রূপান্তরিত করে দু’টি নদীকে মেলাতে হবে বলে জানান দেব। একইসঙ্গে বলেন, জমি অধিগ্রহণ চলছে।

Dev Ghatal flood

আজ ঘাটালে দাঁড়িয়েই দেব (Dev) বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যা ৩ মাসে সম্ভব নয়। আমি জুনে জিতেছি। এটা সেপ্টেম্বর মাস। প্রতিশ্রুতি দিয়েছি বলে কেউ যদি ভাবেন ৩ মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে সেটা তো ঠিক নয়! ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ তৈরি করতে কমপক্ষে ৫ বছর লাগবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস থেকে আমরা কনস্ট্রাকশনের কাজ শুরু করব’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর