বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে তৃণমূলের (Trinamool Congress) অন্দরে বেনজির সংঘাত। এবার দলেরই সাংসদকে ‘চোর’ বলে কটাক্ষ করলেন শ্রীরামপুরের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায়কে (Saugata Ray) ‘নারদার চোর’ বলে আক্রমণ করেছেন তিনি।
কল্যাণের (Kalyan Banerjee) নিশানায় তৃণমূলের এক মহিলা সাংসদ ও এমপি কীর্তি আজাদ!
একাধারে আইনজীবী, অন্যদিকে দাপুটে রাজনীতিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট কথা মুখের ওপর বলতেই পছন্দ করেন তিনি। একাধিক ইস্যুতে বিরোধীদের আক্রমণ শানাতে দেখা গিয়েছে এই প্রবীণ সাংসদকে। তবে এবার তাঁর নিশানায় দলের এমপিরাই।
মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীরামপুরের সাংসদ বলেন, ‘সৌগত রায়ের কোনও ক্যারেক্টার আছে? নারদার চোর সৌগত রায়। নারদার টাকা নিয়েছেন সৌগত রায়’।
আরও পড়ুনঃ RG Kar নির্যাতিতার নাম নিয়েছিলেন বিনীত! সেই মামলাতেই এবার বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
এরপরেই তৃণমূলের (TMC) এক মহিলা সাংসদকে নিশানা করেন কল্যাণ। নাম না নিয়েই বলেন, ‘আমায় জেলে ঢোকাবে বলেছেন ওই মহিলা সাংসদ। উনি আমার মেয়েকে নিয়ে মিথ্যে কথা বলেছেন। আমায় বলা হয় জেলে ঢোকাবো। ওই মহিলা সাংসদ শুধু মোদী আর আদানিকে নিয়ে কথা বলেন’।
এখানেই না থেমে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দাবি করেন, ‘বাইরে থেকে এসেছেন আমাদেরই এক সাংসদ ভিডিও করে বাইরে ছেড়ে দিয়েছেন। আমি সংসদে লড়াই করি। একটা অধিবেশনে আসব না বুঝবে কী হয়! সৌগত রায়ের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমার যদি ভুল হয়ে থাকে দিদি বলুন। ইস্তফা দিয়ে চলে যাব’।
এদিকে তৃণমূল সাংসদদের এই সংঘাত নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। অন্যদিকে একটি হোয়্যাটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে সরব হয়েছেন পদ্ম নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। এর মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায়, কীর্তি আজাদ ও তৃণমূলের এক মহিলা সাংসদকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূলের অন্দরের এই বেনজির সংঘাত নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে।