বাংলা হান্ট ডেস্কঃ ফের এক তৃণমূল (Trinamool Congress) নেতার নিশানায় আরজি কর কাণ্ডের (RG Kar Case) নির্যাতিতার মা-বাবা। সম্প্রতি রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তাঁদের সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেন। এবার মুখ খুললেন শ্রীরামপুরের জোড়াফুল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি দাবি করেন, রাজনীতি করছেন তিলোত্তমার বাবা-মা।
আরজি করের নির্যাতিতার মা-বাবাকে নিয়ে বিস্ফোরক কল্যাণ (Kalyan Banerjee)!
সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং সিবিআই। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেই সময় আরজি করের নির্যাতিতার মা-বাবার কাছে তাঁদের মতামত জানতে চান বিচারপতি। সেই সময় তাঁরা স্পষ্ট জানান, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ড চাইছেন না। এই নিয়েই তাঁদের নিশানা করেন শ্রীরামপুরের সাংসদ।
কল্যাণ (Kalyan Banerjee) এদিন বলেন, ‘আজ উনি ফাঁসি চাইলেন না! তাহলে উনি কী চাইছেন? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি ধর্ষণ করে খুন করে, তাহলে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, উনি এটাই চাইছেন? ওনার মেয়ে রেপড হয়ে মারা গিয়েছেন বলে, অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এই রকম ঘটনা ঘটে, তাহলে দোষীর ফাঁসির সাজা হবে না বলা হচ্ছে’।
আরও পড়ুনঃ লিভ-ইন নিয়ে বড় খবর! এবার এদিক-ওদিক হলেই হতে পারে জেল! কড়াকড়ি রাজ্যের
এরপরেই তিলোত্তমার মা-বাবা ‘রাজনীতি’ করছেন বলে দাবি করেন তৃণমূল (TMC) সাংসদ। কল্যাণ বলেন, ‘এখন আসলে ওনারা রাজনীতি করছেন। খুব ভালো রাজনীতি করছেন। আই অ্যাম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স! সম্পূর্ণ পলিটিক্স! বিকাশ ভট্টাচার্যের কথা এবং ওনাদের কথা এক হয়ে গেল’।
উল্লেখ্য, কয়েকদিন আগে আরজি করের নির্যাতিতার মা-বাবাকে নিশানা করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘এখন এমন হয়ে গিয়েছে, উনি এখন যাদের পাল্লায় পড়েছেন, ওনারা এবার তাকে নিয়ে পলিটিক্স করছেন। মুখ্যমন্ত্রী লেফটিস্টদের দয়ায় কিংবা কারোর দয়ায় মুখ্যমন্ত্রী পদে বসে নেই। বাংলার মানুষের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন। আমি আবার বলব, আপনি আপনার এক্তিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চান’।
এখানেই না থেমে ফিরহাদ আরও বলেন, ‘সিবিআই যেভাবে তদন্ত করেছে তাতে আমরাও দুঃখিত। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে, সেটাই বলবেন… আপনার ওপর মানুষের যে সহানুভূতি, সেটা নষ্ট হয়ে যাবে’। ফিরহাদ ছাড়া কুণালও তিলোত্তমার মা-বাবাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন। এবার নিশানা করলেন কল্যাণ (Kalyan Banerjee)। সরাসরি ‘রাজনীতি’ করার দাবি করলেন তৃণমূল সাংসদ।