পাকিস্তানে আটক বাঙালি BSF জওয়ান! কেমন আছেন পিকে? জানালেন সাংসদ কল্যাণ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) নিয়ে বর্তমানে উত্তাল গোটা দেশ। এই ঘটনার রেশ ভারত পেরিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই জঙ্গি হামলায় পাক যোগের কথা সামনে এসেছে। এই আবহেই পাক ভূমে আটক বাঙালি বিএসএফ জওয়ান পুর্নম কুমার সাউ। বিগত প্রায় চারদিন ধরে সেদেশে আটক তিনি, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। এখন কেমন আছেন পুর্নম? এবার জানালেন শ্রীরামপুরের তৃণমূল (Trinamool Congress) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

কেমন আছেন পুর্নম? জানালেন কল্যাণ (Kalyan Banerjee)

পাকিস্তানের হাতে আটক এই বিএসএফ জওয়ান আদলে হুগলির রিষড়ার বাসিন্দা। ভুলবশত সীমান্তের ওপারে যেতেই পুর্নমকে আটক করা হয়। বিগত প্রায় চারদিন ধরে সেখানেই আটক পিকে। স্বামীর চিন্তায় দিন কাটাচ্ছেন পুর্নমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। ইতিমধ্যেই খোঁজখবর পাওয়ার আশায় পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ রজনী সহ এই বিএসএফ জওয়ানের পরিবার। এই আবহে পিকের আপডেট দিলেন কল্যাণ।


শনিবার নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করেন তৃণমূল (TMC) সাংসদ। লেখেন, ‘পুর্নম কুমার সাউকে পাকিস্তান সেনাবাহিনীর আটক করার বিষয়ে আমি বিএসএফের ডিজির সঙ্গে কথা বললাম। উনি আমায় জানিয়েছেন, সকল প্রাসঙ্গিক সরকারি এজেন্সি ও কর্তারা ওনার ভারতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করছে’।

আরও পড়ুনঃ ‘হিন্দু ছাড়া কেউ জগন্নাথ মন্দিরে ঢুকলে…’! উদ্বোধনের আগেই বিরাট হুঙ্কার শুভেন্দুর

কল্যাণ আরও লেখেন, ‘ডিজি উল্লেখ করেছেন, পাকিস্তান কিছুটা সময় নিচ্ছে, তবে শেষ অবধি তাকে ফিরিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। উনি আমায় আরও আশ্বস্ত করেছেন, পুর্নম বর্তমানে পাকিস্তানে সুরক্ষিত ও সুস্থ অবস্থায় রয়েছেন’।

TMC MP Kalyan Banerjee and 9 other suspended for chaos over Waqf Bill in JPC meeting

উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি হামলার পর যখন টালমাটাল পরিস্থিতি, সেই সময় পাক ভূমে আটক বাঙালি বিএসএফ জওয়ান পুর্নম। কেমন আছেন তিনি? এই চিন্তায় দিন কাটছে পরিবারের। এই আবহে বড় বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পুর্নম পাকিস্তানে সুরক্ষিত ও সুস্থ অবস্থায় রয়েছেন, জানালেন তৃণমূল সাংসদ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X