বাংলা হান্ট ডেস্কঃ কৃষ্ণনগরের তৃণমূল (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এক্স হ্যান্ডেলে বেশ সক্রিয় থাকেন। নানান ইস্যুতে সেখানে মত প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এবার যেমন অনলাইনে অর্ডার করে নষ্ট আইসক্রিম (Ice Cream) পাওয়ার বিষয়টিও সেখানে তুলে ধরলেন তিনি। সোজা সেই অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থাকে ট্যাগ করে নিজের অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ।
মহুয়ার (Mahua Moitra) পোস্টের জবাব দিয়ে কী লিখল ওই সংস্থা?
সম্প্রতি অনলাইনে আইসক্রিম অর্ডার দিয়েছিলেন মহুয়া। সেই আইসক্রিম বেশ দামি বলে জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। তবে অভিযোগ, নষ্ট আইসক্রিম পেয়েছেন তিনি। অবিলম্বে তাই সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী সংস্থাকে আইসক্রিম বদলে দিতে অথবা টাকা ফেরত দিতে বলেছেন মহুয়া।
Sorry @Swiggy -you’ve got to up your game. Unacceptable that I ordered expensive Minus Thirty mini sticks ice cream & it arrives spoilt and inedible. Expecting a refund or replacement asap .
— Mahua Moitra (@MahuaMoitra) January 16, 2025
বৃহস্পতিবার রাতে এই নিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন তৃণমূল (TMC) সাংসদ। সেখানে সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী সংস্থাকে ট্যাগ করে লেখেন, ‘সরি, কিন্তু তোমাদের নিজের পরিষেবা উন্নত করতে হবে। আমি মূল্যবান মাইনাস থার্টি মিনি স্টিকস আইসক্রিম অর্ডার করেছিলাম। কিন্তু যে আইসক্রিম এসেছে তা নষ্ট এবং খাওয়ার অযোগ্য। এটা মেনে নেওয়া যায় না। অবিলম্বে আপনারা আইসক্রিম বদলে দিন কিংবা টাকা ফেরত দিন’।
আরও পড়ুনঃ ব্যবস্থা না নিলেই বিপদ! রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি! সুপ্রিম কোর্টের এক নির্দেশে তোলপাড় দেশ
ইতিমধ্যেই মহুয়ার (Mahua Moitra) পোস্টের জবাব দিয়েছে সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী সংস্থা। এই ধরণের পরিষেবার জন্য তারা দুঃখপ্রকাশ করেছেন। সেই সঙ্গেই তৃণমূল সাংসদের উদ্দেশে লিখেছেন, ‘আপনি আপনার অর্ডার নিয়ে অসুবিধায় পড়েছেন জেনে দুঃখিত। দয়া করে আপনার অর্ডার নম্বরটি আমাদের জানান। আমরা বিষয়টি দেখছি’। এরপর সংশ্লিষ্ট সংস্থাকে নিজের অর্ডার নম্বর জানিয়েছেন কৃষ্ণনগরের এমপি।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট সাংসদদের মধ্যে একজন হলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। ২০১৯ সালে কৃষ্ণনগর থেকে জিতে সাংসদ হয়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে প্রশ্ন-ঘুষ কাণ্ডের জেরে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। তা সত্ত্বেও চব্বিশের লোকসভা ভোটে তাঁর ওপর আস্থা রেখেছিল জোড়াফুল শিবির। গত বছর ফের সেই কৃষ্ণনগর থেকে জিতেই সাংসদ হয়েছে তিনি।