বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)। দেশের আর্থিক উন্নতি নিয়ে প্রহসন করছে মোদী সরকার। প্রত্যেক বছরই সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মিথ্যা বলে। ঠিক এমনই অভিযোগ তুলে কেন্দ্রকে বিঁধেলেন মহুয়া মৈত্র। পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দেশের অর্থনীতির পরিস্থিতি সামলানোর আর্জিও জানান তিনি।
ঠিক কি বললেন মহুয়া মৈত্র? সংসদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চড়া আক্রমণের সুরে তৃণমূল নেত্রী বলেন, ”প্রত্যেক ফেব্রুয়ারি মাসে সরকার সাধারণ মানুষকে বিশ্বাস করান যে দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে, সকলে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা যেমন গ্যাস সিলিন্ডার, বাড়ি ও ইলেকট্রিসিটি পাচ্ছেন। এগুলো সবই মিথ্যা”। তিনি বলেন, “আট মাস পরে, এখন ডিসেম্বরে সত্যিটা সামনে আসছে।”
এরপর ২০২২-২৩ সালের জন্য অতিরিক্ত বরাদ্দ আর্থিক অনুদান নিয়ে তিনি বলেন, “নরেন্দ্র মোদী সরকার দেশের অর্থনীতির বৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছে। দেশের অর্থনীতির ক্রমাগত অবনতি হচ্ছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অনুরোধ করছি দেশের অর্থনীতি সামলান।”
শুধু এখানেই থেমে থাকেননি তৃণমূল নেত্রী। এরপর পাপ্পু’ বলেও সরকারকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “সরকার ও শাসক দল একসঙ্গে মিলিত হয়ে পাপ্পু পরিভাষাটা তৈরি করেছে। চরম অক্ষমতাকে বোঝাতে আপনারা এই শব্দটা ব্যবহার করেন। কিন্তু পরিসংখ্যান বলছে আসল পাপ্পু কে”। মহুয়া মৈত্রের অভিযোগ, গত অক্টোবরে দেশের শিল্পাঞ্চলের ৪ শতাংশ হ্রাস পেয়েছে, যেখানে উৎপাদন ক্ষেত্র এখনও দেশের কর্মসংস্থানের সবথেকে ক্ষেত্র। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির হারকে কটাক্ষ করে তিনি বলেন, “শাসক দলের সভাপতিই নিজের রাজ্য ধরে রাখতে পারছেন না। এবার বলুন পাপ্পু কে?”
এদিন নিজের একটি তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের বাজেটের অতিরিক্ত ৩.২৬ লক্ষ কোটি টাকার প্রয়েজন। তবে এই খরচ কোথা থেকে জোগাবে সরকার! তার উৎস নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এরপর লেখক জোনাথন সুইফ্টকে উল্লেখ করে তৃণমূল সাংসদ বলেন, ”সবথেকে খারাপ লেখকেরও যেমন পাঠক থাকে, তেমন সেরা মিথ্যাবাদীরও কিছু অন্ধ ভক্ত থাকে যারা সবকিছু বিশ্বাস করেন। যদি একটা মিথ্যা এক ঘণ্টার জন্যও বিশ্বাস করা হয়, তবে তার কাজ হয়ে যায়। মিথ্যা উড়ে যায় এবং পিছনে সত্য সামনে আসে।”
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা