বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতি আর কুকথা যেন এখন সমার্থক! রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। ভোট পূর্বে একদিকে যেমন পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল তেমনি অন্য দিকে পাল্লা দিয়ে বাড়ছে ওকথা-কুকথার বহর। এবার বিরোধী দলনেতাকে চটি দিয়ে মারার ইচ্ছাপ্রকাশ করলেন দমদমের তৃণমূল সাংসদ (TMC MP) সৌগত রায় (Saugata Roy)।
ঠিক কি বললেন শাসকদলের নেতা? বুধবার বরাহনগর নবজোয়ার যাত্রার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সৌগতবাবু। আর সেখান থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চপেটাঘাতে’র হুঁশিয়ারি দেন সাংসদ। বলেন, “বয়স কম থাকলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম।”
সৌগত বলেন, “শুভেন্দু বলছে, করমণ্ডল দুর্ঘটনার পিছনে তৃণমূল! ওর কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় ওড়িশার বালেশ্বর, অন্য রাজ্যে গিয়ে তৃণমূল অন্তর্ঘাত করবে? বয়স কম হলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম।” উল্লেখ্য, সাংসদ যখন বিরোধী দলনেতাকে আক্রমণ করে এ কথা বলেন সেই সময় মঞ্চে হাজির ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, কুণাল ঘোষ সহ তৃণমূলের বহু হেভিওয়েট।
প্রসঙ্গত দুদিন আগেই শুভেন্দু বলেন, ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে। তদন্ত হওয়া উচিৎ। আর বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে গিয়েই বেফাঁস সৌগত। প্রকাশ্যে বর্ষীয়ান সাংসদের এহেন মন্তব্যের পরই শুরু হয়েছে জোর চৰ্চা। এই প্রসঙ্গে তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার অবশ্য বলেন, “উনি (সৌগত রায়) হয়তো উত্তেজনার বশে বলে ফেলেছেন। এই বহুদলীয় গণতন্ত্রে তৃণমূল এধরনের মন্তব্যকে সমর্থন করে না। তৃণমূল কখনই হিংসাকে সমর্থন করেনা।”
তবে পাল্টা বিজেপির কটাক্ষ, “এটা নতুন কিছু না। এটাই তৃণমূল। ওটাই ওদের রীতিনীতি। তৃণমূল সম্মান দিতে জানে না। উঁনি রাজ্যের বিরোধী দলনেতা। তার সম্পর্কে এধরনের মন্তব্য করা যায় না।”