বাংলা হান্ট ডেস্কঃ টলিউড অভিনেত্রী থেকে তৃণমূল (Trinamool Congress) বিধায়ক হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁকেই এবার দরাজ সার্টিফিকেট দিলেন শাসকদলের প্রবীণ সাংসদ সৌগত রায় (Saugata Roy)। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) উপস্থিত থাকতেও সায়ন্তিকাকেই ‘শ্রেষ্ঠ বিধায়ক’ আখ্যা দেন দমদমের সাংসদ। পাল্টা তাঁকে খোঁচা দিতে ছাড়েননি ব্রাত্যও। ‘সায়ন্তিকাকে শ্রেষ্ঠ বলে চিরতরুণ মনের পরিচয় দিচ্ছেন সৌগতদা’, দাবি করেন শিক্ষামন্ত্রী।
‘শ্রেষ্ঠ বিধায়ক’ তকমা দিয়েছেন সৌগত (Saugata Roy)! কী বললেন সায়ন্তিকা?
সোমবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সৌগত, ব্রাত্য ও সায়ন্তিকা। সেখানেই দমদমের সাংসদ বলেন, ‘আমাদের তো সায়ন্তিকা রয়েছেন। আগে তাপস ছিলেন। উনি ভীষণ হম্বিতম্বি করতেন। তবে সায়ন্তিকা কারোর ওপর হম্বিতম্বি করেন না। সবাইকে ভালোবেসে সঙ্গে নিয়ে চলেন। সেইজন্যই উনি ব্রাত্যকে নিয়ে আসতে পেরেছেন’।
এখানেই না থেমে সৌগত (Saugata Roy) আরও বলেন, ‘আজ এখানে আসতেই আমি সকাল ৭:৩০ থেকে… ঈদের নমাজে যাচ্ছিলাম। লোকের বাড়িতে ঈদের খাবার খাচ্ছিলাম। তবে আমি দৌড়তে দৌড়তে এসেছি, কারণ আমাদের শ্রেষ্ঠ বিধায়ক সায়ন্তিকা আমায় ডেকেছেন। আর আমাদের শ্রেষ্ঠ মন্ত্রী ব্রাত্যকে উনি ধরে এনেছেন’।
আরও পড়ুনঃ বুধবার থেকেই আবহাওয়ার পাল্টি! টানা ৫ দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভিজবে?
কিছুক্ষণের মধ্যেই দমদমের সাংসদের এই মন্তব্যের পাল্টা দেন ব্রাত্য। চিরতরুণ মনের পরিচয় দিচ্ছেন সৌগত রায়, দাবি করেন তিনি। শিক্ষামন্ত্রীর কথায়, ‘অশক্ত শরীর, তবে সৌগতদা কখনও অথর্ব নন। সবসময় চিরতরুণ। উনি বললেন, আমার শ্রেষ্ঠ বিধায়ক সায়ন্তিকা। ঘটনাচক্রে আমিও বিধায়ক। এই যে ৬ বা ৭ মাসের মধ্যে শ্রেষ্ঠ বিধায়ক হিসেবে সায়ন্তিকাকে সৌগতদা বেছে নিতে পারছেন, এটা তাঁর চিরতরুণ মনের একটা গভীর ও অসীম ফলাফল’।
সায়ন্তিকাকে (Sayantika Banerjee) ‘সবচেয়ে গ্ল্যামারাস বিধায়ক’ তকমা দিয়ে ব্রাত্য বলেন, ‘সৌগতদা দাবি করলেন সায়ন্তিকার জন্য আমি এসেছি। আমাদের বিধানসভায় মোস্ট গ্ল্যামারাস বিধায়ক… কোনও সন্দেহ নেই। উনি একজন অভিনেত্রী। আপনারা সবাই জানেন। তবে সৌগতদা বলার জন্যই আমার এখানে আসা। দু’জনকেই প্রচুর ধন্যবাদ’।
অন্যদিকে যার প্রশংসা করা নিয়ে এতকিছু, সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে মুখ খুলেছেন। বরানগরের তৃণমূল (TMC) বিধায়ক বলেন, ‘আমাদের শ্রেষ্ঠ সাংসদ, অধ্যাপক সৌগত রায়। উনি আমাদের প্রাণের মানুষ। উনি ভীষণই ভালো… উনি যখন কথা বলেন তখন আমরা সবাই শিক্ষার্থীর মতো ওনার কথা শুনি। উনি আমায় আশীর্বাদ করেন, সাহায্য করেন, সমর্থন করেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে’।
উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটের পর বরানগর বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। সেখানে বাজিমাত করেন তৃণমূলের সায়ন্তিকা। এবার তাঁকেই ‘শ্রেষ্ঠ বিধায়ক’ তকমা দিলেন দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায় (Saugata Roy)। পাল্টা তাঁর প্রতি কৃতজ্ঞতা জাহির করেছেন এই অভিনেত্রী-বিধায়ক।