‘আমার ধারণা BJP ওকে উস্কে দিয়েছে’! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পাল্টা বিস্ফোরক সৌগত রায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের (Trinamool Congress) অন্দরে নজিরবিহীন সংঘাত। প্রথমে জানা যায়, দলের এক মহিলা সাংসদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন শ্রীরামপুরের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মঙ্গলবার দলের সেই মহিলা সাংসদের পাশাপাশি দমদমের এমপি সৌগত রায় (Saugata Roy) ও দুর্গাপুরের এমপি কীর্তি আজাদকে একহাত নেন কল্যাণ। এবার বাংলা হান্টের মুখোমুখি হয়ে পাল্টা ফুঁসে উঠলেন সৌগত। কল্যাণকে অবিলম্বে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে দাবি করেন তিনি।

কল্যাণকে নিয়ে বিস্ফোরক সৌগত (Saugata Roy)!

গতকাল দমদমের সাংসদকে ‘নারদার চোর’ বলে আক্রমণ করেন কল্যাণ। সৌগত রায় নারদার টাকা নিয়েছেন বলেও দাবি করেন তিনি। এরপর বাংলা হান্টের কাছে এই নিয়ে মুখ খোলেন দমদমের এমপি। তিনি বলেন, ‘আমার ধারণা বিজেপি ওকে উস্কে দিয়েছে’। একইসঙ্গে প্রশ্ন করেন, ‘নারদায় সত্যিই চুরি করে থাকলে, সিবিআই কেন চার্জশিট দিল না?’

নারদা কেলেঙ্কারি নিয়ে কল্যাণের তাঁকে আক্রমণ করা প্রসঙ্গে সৌগত বলেন, ‘খুবই অন্যায় করেছে। আমার ধারণা বিজেপি ওকে উস্কে দিয়েছে। উনি বোকার মতো ওদের ফাঁদে পড়েছে। নাহলে আমায় নারদা কেলেঙ্কারির চোর বলে তৃণমূলের তো কারোর সুবিধা হবে না, বিজেপির সুবিধা হবে। আমার ধারণা, বিজেপি এই ব্যাপারে ওকে উস্কে দিয়েছে। নারদা কেলেঙ্কারিতে সত্যিই যদি আমি চুরি করে থাকি, তাহলে সিবিআই চার্জশিট দিল না কেন?’

আরও পড়ুনঃ ‘দিদি যতদিন আছে, আপনাদের সম্পত্তি সুরক্ষিত’! WAQF আইন নিয়ে গর্জে উঠলেন মমতা

এখানেই না থেমে দমদমের তৃণমূল (TMC) সাংসদ বলেন, শুধু তাঁকে বলা হয়নি। নারদা কেলেঙ্কারি মানে কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় সবাইকে বলেছে। ‘তার মানে কল্যাণ কী করতে চাইছে? বিজেপির উস্কানিতে পার্টির ক্ষতি করতে চাইছে’ বলে দাবি করেন এই প্রবীণ রাজনীতিক।

Saugata Roy Bangla Hunt exclusive

কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি তাহলে বিজেপির হয়ে কাজ করছে? এই প্রশ্ন করায় সৌগত বলেন, ‘ওর মাথার ঠিক নেই। তাই জন্য বিজেপির উৎসাহে ও এসব করছে’। এরপরেই শ্রীরামপুরের সাংসদকে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান দমদমের এমপি।

সৌগত (Saugata Roy) বলেন, ‘আমি চাই, কল্যাণকে অবিলম্বে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। ও অযোগ্য, অসভ্য। মহিলাদের সম্বন্ধে খারাপ মন্তব্য করে। ওকে রাখা উচিত না। পার্টির ক্ষতি হচ্ছে। আমি সাধারণত পার্টির লোকের বিষয়ে কোনও মন্তব্য করি না, কিন্তু এবার আমি বাধ্য হলাম’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X