সংসদে অধিবেশন চলাকালীন জ্ঞান হারালেন তৃণমূল সাংসদ, ভর্তি করানো হল হাসপাতালে

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যসভার কক্ষে আচমকাই জ্ঞান হারালেন তৃণমূল (tmc) সাংসদ শান্তা ছেত্রী (shanta chhetri)। অধিবেশন চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাঁকে নয়াদিল্লীর রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কি কারণে তাঁর এমন অবস্থা হল, তা এখনও অবধি জানা যায়নি।

বর্তমান সময়ে পেগাসস ইস্যুতে সরগরম রয়েছে রাজনৈতিক মহল। আর সেই কারণে এদিনও সংসদের উচ্চকক্ষের অধিবেশন বার বার মুলতুবি করা হয়।

61 1 1024x569 1

সূত্রের খবর, তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সেইসময় সেখানে উপস্থিত বিরোধীরা সরকার বিরোধী শ্লোগান তুলেছিলেন। আর সেই সময়ই আচমকাই জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন শান্তা ছেত্রী। তবে এবিষয়ে রাজ্যসভার ডেপুটি স্পিকার বলেছেন, রক্তচাপ বেড়ে যাওয়ার কারণেই অজ্ঞান হয়েছিলেন শান্তা ছেত্রী।

অসুস্থ হওয়ার পর তড়িঘড়ি নয়াদিল্লীর রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় শান্তা ছেত্রীকে। সেখানেই হাসপাতাল সূত্রে খবর, সাংসদের রক্তচাপ আগের থেকে এখন অনেকটাই স্বাভাবিকের দিকে এবং তাঁর শারীরিক অবস্থাও অনেকটাই স্থিতিশীল। তবে কিছুক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর