বাংলাহান্ট ডেস্ক : ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এরই প্রতিবাদে আজ সারাদিন দিল্লিতে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন কর্মসূচীর নেতৃত্বে। দুপুর দেড়টা নাগাদ রাজঘাটে (Raj Ghat) ‘সত্যাগ্রহ’ আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
বিকেলে ছাত্র-যুবদের নেতৃত্বে নতুন সংসদ ভবনের সামনে জড়ো হওয়ার কথা তৃণমূল কর্মী, সমর্থক ও শ্রমিক-কৃষকদের। কিন্তু এরই মধ্যে অন্য একটি খবর উঠে আসছে যা নিয়ে সোশ্যাল মাধ্যমে শুরু হয়েছে তর্কবিতর্ক। দিল্লির রাজঘাট থেকে চুরি হয়ে গেছে তৃণমূলের রাজ্যসভার সদস্য শান্তনু সেনের মোবাইল ফোন।
আরোও পড়ুন : ফের একবার মঙ্গল গ্রহ অভিযানের তোড়জোড় ISRO’র! মঙ্গলযান-২ কী খুঁজবে লাল গ্রহে?
ফেসবুকে ডঃ শান্তনু সেন নিজেই জানিয়েছেন এ কথা। ডঃ শান্তনু সেন ফেসবুকে লিখেছেন, “আমার Samsung Galaxy Z ফোল্ড ফোনটি রাজঘাট, দিল্লি থেকে চুরি হয়ে গেছে। এই ফোনটির নম্বর ৮২৪০৭১৬৩৫০।” শান্তনু সেন ও শতরূপ ঘোষের এই পোস্টের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।
আরোও পড়ুন : এক্কেবারে চুপিচুপি! কিং খানের এই নায়িকা বাঁধা পড়লেন সাতপাকে, ভিডিও সামনে আসতেই চর্চা শুরু
শান্তনু সেন ফেসবুকে দুপুর দুটো নাগাদ এই খবর দেন। শান্তনু সেনের এই ফেসবুক পোস্টের পর সমাজ মাধ্যমে পাল্টা কটাক্ষ করেছেন সিপিএমের শতরূপ ঘোষ। ফেসবুকে শতরূপ শান্তনু সেনের পোস্টের স্ক্রিনশট আপলোড করে লিখেছেন, “আর যেখানে যাওনা কেন সপ্তসাগর পার, তৃণমূলের জমায়েতে যেওনা খবরদার 🥹🥹🥹।”
শান্তনু সেনের পোষ্টের প্রেক্ষিতে একজন মন্তব্য করেছেন,”দলের ঐতিহ্য বজায় রাখে ওরা যেখানেই যাক । ইহাকে আপনাদের নৈতিক জয় বলিয়া ধরা হইবে।” শান্তনু সেনের ফেসবুক পোস্টে বিজেপির সজল ঘোষের মন্তব্য,”সবই ঠিক আছে দাদা, দুঃখজনক ঘটনা কিন্তু এর দায় আবার গান্ধীজীর উপর চাপিয়ে দেবেন না l🤪”