‘শান্তিকুঞ্জে’ পদ্মের মেলা! মোদীর সভায় উপস্থিত হবেন TMC সাংসদ শিশির অধিকারী

বাংলাহান্ট ডেস্কঃ ফের দলবদলের সুর উঠল তৃণমূলে। ২৪ শে মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রী মোদীর সভায় উপস্থিত হবেন শিশির অধিকারী (Sisir Adhikari)। শুধু তাই নয়, ছেলের পাশে আছি বলেও জানালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী।

বাংলায় রাজনৈতিক তর্জা তুঙ্গে। প্রায় প্রতিদিনই কোন না কোন দলের সদস্যা গিয়ে নাম লেখাচ্ছেন পছন্দের দলে। ভাঙ্গলের খেলা অব্যাহত রয়েছে বাংলায়। অন্যদিকে আবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এবার আর রাজ্য পুলিশ নয়, বুথের ১০০ মিটারের মধ্যে থাকবে শুধু আধাসেনা।

   

দিকে দিকে চলছে নির্বাচনী প্রস্তুতি। সভা সমাবেশে এক পক্ষ অন্যকে তুলোধোনা করার কোন সুযোগই ছাড়ছে না। সেইসঙ্গে চলছে ‘খেলা হবে’ শ্লোগানও। আবার, সদস্য দল ছেড়ে অন্যত্র গিয়ে নাম লেখালে, ‘কিচ্ছু যায় আসে না’ বলতেও শোনা যাচ্ছে।

locket sisir

এরই মধ্যে কিছুটা বেসুরো হয়ে গেলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী। ছেলে শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করার পর তৃণমূলের বিভিন্ন সভায় তাঁর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। তারউপর গত ১৩ ই মার্চ ‘শান্তিকুঞ্জে’ গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে মাছ-ভাতে মধ্যাহ্নভোজন সারান মধ্য দিয়ে শিশির অধিকারীর সঙ্গে বেশকিছুক্ষণ কথাবার্তাও বলেন।

যদিও সেদিন কোন রাজনৈতিক আলোচনা হয়নি বলেই জানিয়েছিলেন তিনি। এটিকে সৌজন্য সাক্ষাৎকার বললেও, ছেলের পাশেই থাকার বার্তা দিয়েছিলেন শিশির অধিকারী। সেই জল্পনাই জোরালো হল, শুভেন্দুর হয়ে প্রচারে তাঁর অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে। তাঁর কথায়, ‘তৃণমূলে আছি কে বলেছে? এই নামে কোন দল আছে নাকি? আমি যখন বাবা, তখন আমি চাইবই যে আমার ছেলেরই জয় হোক’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর