বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে এক সপ্তাহ পার। এখনও যাদবপুরকাণ্ডের (Jadavpur University) রেশ কাটেনি। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল-বাম-বিজেপির গণ্ডি পেরিয়ে, এই ইস্যু নিয়ে এখন দলের ভেতর শোনা যাচ্ছে নানান মত। এবার যেমন এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)।
যাদবপুরকাণ্ডে পুলিশকে নিশানা সৌগতর (Sougata Roy)!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে চর্চা-আলোচনা অব্যাহত। দলের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন ভিন্ন মত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) পাশে পেলেও সৌগতর কটাক্ষের মুখে পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। এবার যেমন এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইতিমধ্যেই যাদবপুরকাণ্ডের জল কলকাতা হাইকোর্ট অবধি গড়িয়েছে। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন খোদ বিচারপতি। এবার পুলিশকে নিশানা করলেন শাসকদলের প্রবীণ সাংসদ সৌগত (Sougata Roy)। দমদমের সাংসদ বলেন, ‘জোর করিয়া না বলিলে আমরা কিছুই করিব না’।
আরও পড়ুনঃ নিয়ম বদল? ‘এই’ মামলাগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত! বিজ্ঞপ্তি জারি করল কলকাতা হাইকোর্ট
গত শনিবার নৈরাজ্যের ছবি দেখা গিয়েছিল যাদবপুর ক্যাম্পাসে। এরপরেই প্রশ্ন ওঠে, এই ঘটনার দায় কার? ‘পুলিশি নিষ্ক্রিয়তা ব্যাখ্যারও অতীত’, যাদবপুরের ঘটনা নিয়ে কার্যত পুলিশকেই নিশানা করেন তৃণমূলের (Trinamool Congress) প্রবীণ সাংসদ।
এই নিয়ে সৌগত বলেন, পুলিশ কেন ব্রাত্যকে বাঁচাতে পারল না, আমি জানি না। এটা বিচার করে দেখা দরকার। পুলিশ একটু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে ভয় পায়। উপাচার্য যদি না বলে ওরা সাধারণত অ্যাকশন নেয় না। সেইজন্যই ওরা নেয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বেশ কিছু ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েক মাস আগে কসবায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা ঘটনাতেও পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন সাংসদ সৌগত রায় (Sougata Roy), কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এদিকে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একের পর এক ঘটনায় সেই পুলিশকেই নিশানা করছেন শাসকদলের সাংসদ, বিধায়করা। পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কি তাহলে ঘুরিয়ে রাজ্যের পুলিশমন্ত্রীরই সমালোচনা করছেন শাসকদলের একাংশ? প্রশ্ন বিরোধীদের।