বৈঠকে ডাকা হয়না! আক্ষেপ করে পদত্যাগ তৃণমূল সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূলের (All India Trinamool Congress) সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। তিনি আক্ষেপের সুরে বলেন, বছরের পর বছর ধরে যে কমিটির বৈঠকে ডাকা হয়না, সেখানে থাকাটা মূল্যহীন। উল্লেখ্য, গত শনিবার বিভিন্ন সংসদীয় কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করেছে কেন্দ্র। আর সেই তালিকায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরামর্শদাতা কমিটিতে নাম ছিল সুখেন্দুবাবুর। ষষ্ঠীর দিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে সেই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, কেন্দ্রের তরফ থেকে সংসদীয় কমিটির নতুন সদস্যের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই তালিকায় জায়গা পেয়েছেন দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারী। দুজনকেই তৃণমূলের সাংসদ হিসেবে ধরা হয়েছে। কিন্তু অন্যদিকে, তৃণমূল বহু আগেই বিজেপিতে যোগ দেওয়ার অভিযোগ তুলে শিশিরবাবুর সাংসদ পদ খারিজের আর্জি জানিয়েছিল।

এছাড়াও বাংলার ৪২ জন লোকসভা সাংসদ ও ১৬ জন রাজ্যসভার সাংসদদের মধ্যে কেন একজনকেই স্থায়ী কমিটিতে জায়গা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি রাজ্যের কোনও বিজেপি সাংসদকে স্থায়ী কমিটিতে চেয়ারম্যান পদ দেওয়া হয়নি। এই নিয়েও উঠেছে প্রশ্ন। শুধুমাত্র তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ক্রেতা সুরক্ষা ও গণবণ্টন মন্ত্রক সংক্রান্ত স্থায়ী কমিটিতে চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে।

পদ ছাড়ার পর সুখেন্দুবাবু অভিযোগ করে বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ, আর এর মধ্যেও আমাদের সংসদে বলতে দেয় না সরকার। কেন্দ্রের তরফ থেকে শুধু নাম মাত্র পরামর্শদাতা কমিটি করা হয়েছে, কিন্তু বিগত দুই বছরে একটিও মিটিং ডাকা হয়নি। তাই এই কমিটিতে থাকা মূল্যহীন।” সুখেন্দুবাবু আরও বলেন, একদিকে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিশিষ্ট কয়েকজন শিল্পপতি আরও বড়লোক হয়ে উঠেছে। কিন্তু এই কথা আমাদের বলতে দেওয়া হয় না।


Koushik Dutta

সম্পর্কিত খবর