বাংলা হান্ট ডেস্কঃ হঠাৎই অসুস্থ তৃণমূল নেতা (TMC Leader) মুকুল রায় (Mukul Roy)। জানা গিয়েছে রবিবার রাতেই নেতাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিছু স্নায়ুজনিত সমস্যার কারণে হাসপাতালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। তবে স্বস্তির খবর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
তার পরিবার সূত্রে খবর, শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মুকুলকে রায়কে। বাড়িও ফিরে আসেন কিন্তু পরে তার শারীরিক সমস্যা বাড়ে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
মুকুল রায়, একদা তিনি ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো। তবে ২০১৫ সালে সকলকে চমকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। টানা কয়েক বছর সক্রিয়ভাবে বিজেপি নেতা হিসেবে কাজ করেন। এরপর ২০২১ সালে বিজেপির টিকিটে লড়াই করে কৃষ্ণনগর থেকে জয়লাভও করেন তিনি। তবে ভোটের ফল ঘোষণার কিছু দিনের মধ্যেই মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফের ঘাসফুলে ফেরেন মুকুল।
এই সময় মকুলের বিধায়ক পদ বাতিলের দাবিতে সরব হয় বিজেপি। যা নিয়ে উত্তপ্ত হয় রাজনীতির অন্দর। কিন্তু কোনো অজানা কারনে এই সময় থেকেই আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়না মুকুলবাবুকে। সেই সময় তার করা তৃণমূল বিরোধী কিছু মন্তব্য নিয়েও শোরগোল পড়ে যায়। তবে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন তাই ভুলবশত সেসব মন্তব্য করে ফেলেছিলেন বলেও সাফাই দেন মুকুল।
জানা যায়, ২০২১ সালে স্ত্রী মারা যাওয়ার পরই মানসিকভাবে ভেঙে পড়েন মুকুল। শারীরিকভাবেও অসুস্থতা চারা দেয়। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরেও স্নায়ুর সমস্যার জন্য তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেইসময় তার নানা পরীক্ষাও হয়। এরপর থেকেই চিকিৎসকদের পরামর্শ মতই চলছিল মুকুলের জীবন। তবে এদিন ফের ওই একই সমস্যা সামনে আসায় হাসপাতালে ভর্তি হলেন তিনি।