বাবুল সুপ্রিয়কে নয়, রাজ্যসভার নির্বাচনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রার্থী ঘোষণা তৃণমূলের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী মনোনীত করল ঘাসফুল শিবির। এবার ওই আসন থেকে সরাসরি রাজ্যসসভায় যাচ্ছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা লুইজিনহো ফালেইরো। গোয়ায় তৃণমূলের সংগঠন মজবুত করতেই যে এই পদক্ষেপ সেটা আর বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, অর্পিতা ঘোষের ওই আসনে প্রথমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে প্রার্থী করা নিয়ে জল্পনা উঠেছিল। যদিও, তৃণমূলের তরফ থেকে এই নিয়ে কোনোদিনও কিছু বলা হয়নি। এমনকি, বাবুল সুপ্রিয়ও এই নিয়ে কিছু বলেন নি। তবে ধরা হচ্ছিল যে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যসভার সাংসদ করে ফের দিল্লিতে পাঠাতে পারেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওই আসনে লুইজিনহো ফালেইরোকে প্রার্থী ঘোষণা করল তৃণমূল।

এর আগে দীনেশ ত্রিবেদী ও মানস ভুঁইয়ার ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে তৃণমূলে দুই প্রার্থী জওহর সরকার ও সুস্মিতা দেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এখন অর্পিতা ঘোষের আসনেও নির্বাচনে  লুইজিনহো ফালেইরো’র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার সম্ভাবনা প্রবল।

আগামী ১৬ নএম্বর ওই আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন হবে ২৯ নভেম্বর। দীর্ঘদিন ধরে অর্পিতা ঘোষের যায়গায় কে প্রার্থী হবেন সেই জল্পনা চলছিল। তবে, এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল নেতৃত্ব লুইজিনহো ফালেইরোর নাম ঘোষণা করে বড়সড় চমক দিল।

X