‘বাড়ি ঘেরাও’এ ‘না’ আদালতের! BJP কে চাপে ফেলতে নয়া পন্থা তৃণমূলের, টার্গেট ‘এই’ সব জায়গা

বাংলা হান্ট ডেস্কঃ ২১ এর মঞ্চ থেকে আগামী ৫ই অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও গতকালই সেই ‘বিজেপির বাড়ি ঘেরাও’ কর্মসূচিতে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।

সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে স্পষ্ট কথায় প্রধান বিচারপতি বলেন, ‘কেউ যদি বলেন, কাল হাই কোর্ট ঘেরাও করা হবে তবে কি সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না? কেউ যদি কোথাও বোমা রাখা হবে বলে, তবে কি সরকার বা পুলিস কোনও পদক্ষেপ করবে না?’ এরপরেই বাড়ি ঘেরাও কর্মসূচীর ওপর স্থগিতদেশ দেয় আদালত। যদিও সূত্রের খবর হাইকোর্টের নির্দেশের পর এই নিয়ে ভিন্ন পন্থার কথা ভাবছে তৃণমূল (Trinamool Congress)।

দলীয় সূত্রে খবর, বাড়ি ঘেরাও নয় তবে প্রতীকী কর্মসূচি চলবেই। ‘সেই’ ৫ অগাস্ট নিয়ে সিদ্ধান্ত দলের একাধিক নেতাদের। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন ব্লকে ব্লকে গিয়ে বঞ্চনার কথা তুলে ধরা হবে। এটা তো কারও বাড়ির দরজায় যাওয়া নয়। তাই সেই কর্মসূচি হবে।”

bjp tmc

অন্যদিকে, বরানগরের বিধায়ক তথা শাসকদলের নেতা তাপস রায়ও সাফ জানান, “কারও অসুবিধা করা হবে না। তবে ব্লকে ব্লকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কর্মসূচি পালন করা হবে।” দলের একাংশ জানিয়েই দিল সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে।

জানা যাচ্ছে যা খবর তাতে বরানগর, বিধাননগরে কলকাতা সন্নিহিত এলাকায় শাসকদলের এই কর্মসূচি চলবে। অর্থাৎ দলের সেকেন্ড ইন কমান্ড বর্তমানে দেশের না থাকতেও আগামী ৫ অগাস্ট যে তারই নির্দেশে পথে নামবে তৃণমূল, তার একপ্রকার আভাস দেওয়া হয়েই গেল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর