নিজের কুঁড়েঘরের চালে ফুটো, অন্যকে আবাস যোজনায় ঘর পাইয়ে দিচ্ছেন তৃণমূলের উপপ্রধান

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির জোয়ারে ব্যতিক্রমী রাখি! যেখানে একদিকে বিগত কিছুমাস ধরে পাহাড়প্রমান আবাসের দুর্নীতিতে (Awas Corruption) ঢেকে গেছে বঙ্গের মাটি, শাসকদলের ঘনিষ্ঠদের নামে ভরেছে যোজনার তালিকা। সেখানে অন্যদিকে এই বাংলায় দাঁড়িয়েই ধরা পড়ল একেবারেই বিপরীত চিত্র। কুঁড়েঘরে থেকেও স্থানীয়দের আবাসের ব্যবস্থা করছেন কাটোয়ার (Katwa) তৃণমূলের (Trinamool) উপপ্রধান রাখি ধাড়া (Rakhi Dhara)।

মালঞ্চা গ্রামের বাসিন্দা রাখি। বসতস্থান বলতে ছিটেবেড়ার এক কুঁড়ে ঘর। বাড়িতে এক ছেলে, মেয়ে, স্বামীকে নিয়ে বসবাস তাঁর। রাখির স্বামী দিন মজুরের কাজে নিযুক্ত। বর্ষায় ভয় রাখির ! তবে সেই ভয়ও যেন ছুঁতে পারেনা রাখির উদার মনোভাবকে। দারিদ্রতার ভয়কে মনে মনে জয় করে ফেলেছেন এই তৃণমূল নেত্রী।

চোখে মুখে সাধারণতার ছাপ তাঁর। নেই কোনো অহংবোধ। আটপৌরে ছাপা শাড়ি পরে রান্না করছেন নিজ গৃহে। আগুনে রান্না চাপিয়েই ছুটে যাচ্ছেন উঠোনের দিকে। সেখানে হয়তো নিজেদের সমস্যা নিয়ে এসেছেন কেউ। সমস্যা শুনে বলে দিচ্ছেন তার সমাধানের রাস্তা।

tmc ,

অনেকের মতে, একদিকে যেমন নানা জায়গা থেকে খবর উঠে আসছে আবাসের দুর্নীতির তালিকায় নাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান পরিবারের লোকেদের, ফুলেফেপে উঠছে শাসক ঘনিষ্ঠরা। সেখানে কিন্তু সমান্তরালভাবে বলাইবাহুল্য রাখির স্বামীও এর ব্যতিক্রম। এখনও দিন মজুরের কাজ করেই সংসার চলে তাঁর। এই নিয়ে গর্ব হয় রাখির। আর সেই গর্ব নিয়েই রাখির আবেদন , তাঁর চেয়েও যাঁরা গরিব রয়েছেন তাঁদের মাথার ওপর যেন আবাসের একটা ঘর জোটে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর