বাংলাহান্ট ডেস্কঃ আবারও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (tmc) পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এক ভাইরাল ভিডিওতে (viral video) দেখা যায়, এক ব্যক্তির থেকে টাকা নিয়ে, তাঁকে কাজ করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সঙ্গে তাঁকে সাহসও দিচ্ছেন।
ঘটনার ভিডিওতে দেখা যায়, হুগলির (hooghly) চণ্ডীতলার ২ ব্লকের জনাই গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্য এসমাতারা বেগম টাকা নিচ্ছেন এক ব্যক্তির থেকে। সেই ব্যক্তির মুখ স্পষ্টভাবে দেখা না গেলেও, তাঁর কথা শোনা যাচ্ছে। পাশাপাশি ভিডিওতে পরিস্কার ভাবে দেখা যাচ্ছে, কোন কাজ করে দেওয়ার জন্য ওই ব্যক্তির থেকে টাকা নিয়ে তাঁর সঙ্গে কথা বলছেন এসমাতারা বেগম।
এই ঘটনায় ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনার বিষয়ে তৃণমূলের হুগলি জেলা সভাপতি স্নেহাশিষ চক্রবর্তীর জানান, ‘ঘটনার সত্যতা যাচাই করে দেখা হবে এবং এটা সত্য প্রমাণিত হলে, কড়া পদক্ষেপ নেওয়া হবে ওই অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তৃণমূলে এসব কাজ প্রশ্রয় দেওয়া হয় না’।
Hoogly র চন্ডীতলায় TMC পঞ্চায়েত সদস্যের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল!
[সত্যতা যাচাই করেনি ZEE 24 Ghanta]#Chanditala #MoneyFraud #ViralVideo pic.twitter.com/aZqEirAkin
— zee24ghanta (@Zee24Ghanta) August 31, 2021
তবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কোন কাজ করে দেওয়ার জন্য টাকা নেওয়ার পর সেই ব্যক্তিকে মৌখিক আশ্বাস দিয়ে তৃণমূল সদস্য এসমাতারা বেগম বলছেন, ‘শুধু বলবে সদস্য কাগজ দেখে কাজ করে দিয়েছে। ব্যাস, একটার বেশি দুটো কথা বলার দরকার নেই’।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সভাপতি শ্যামল বসু এবং জনাই পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিএম সদস্য অপূর্ব পাল অভিযোগ জানিয়েছেন, ‘ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইন্দিরা আবাস যোজনার টাকা নিচ্ছেন’।