আসেন না প্রধান! অগত্যা দুধের শিশুকে কোলে নিয়েই পঞ্চায়েতের কাজ সামলান উপপ্রধান রাজশ্রী

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা প্রবাদে রয়েছে, ‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ বর্তমান যুগের মহিলারা সেই প্রবাদটি অক্ষরে অক্ষরে প্রমাণ করে চলেছেন। ঘর এবং বাইরের কাজ তারা সামলে চলেছেন একক পারদর্শিতার মাধ্যমে। আজকে আমরা যার কথা বলছি, তিনি হলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত জয়পুরের উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজশ্রী সর্দার।

স্বামী দিনমজুরের কাজে কর্মরত থাকেন। ফলে বাড়ির সমস্ত কাজকর্ম সারতে হয় রাজশ্রীকেই আর তার মাঝেই আবার রয়েছে দুই কন্যা সন্তান। একজনের বয়স সাত বছর আর অপরজনের মাত্র আট মাস। ফলে তাদের দেখাশোনা করার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে হয় তাঁকে। বর্তমানে উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান বহুদিন ধরে অনুপস্থিত থাকার ফলে কাজ ক্রমশই বেড়ে চলেছে এবং সেই কাজ না হলে আবার এলাকার মানুষজনকেও সমস্যার সম্মুখীন হতে হবে! তাই তাদের কথা ভেবে সম্প্রতি ঘর এবং বাহির, দুই দিকের কাজই সামলে চলেছেন রাজশ্রী।

বড় মেয়েকে কোনমতে খাওয়া-দাওয়া করালেও ছোট মেয়ে বাড়িতে কোনোমতেই একা ছাড়া যাবে না! সেই কারণেই তাকে কোলে নিয়েই বর্তমানে পঞ্চায়েতের কাজ করে চলেছেন রাজশ্রী। 100 দিনের কাজের পাশাপাশি নির্মল বাংলা, গ্রামীণ সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পের ফাইল বর্তমানে সামলাতে হচ্ছে তাঁকে আর তার মাঝেই আবার চলছে সন্তানদের দেখাশোনা। এ বিষয়ে এদিন রাজশ্রী জানান, “মানুষের কাজ তো আমাকে করে যেতেই হবে। কিন্তু আমার আট মাসের মেয়েকে বাড়িতে ছেড়ে আসা সম্ভব না, তাই জন্য ওকে কোলে নিয়ে কাজ করতে হচ্ছে। এতে যথেষ্ট সমস্যা থাকলেও কিছু করার নেই।”

প্রসঙ্গত, আগামী বছর বাংলায় পঞ্চায়েত নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে বঙ্গবাসীর মধ্যে বিভিন্ন প্রকল্প পৌঁছে দিতে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার। তবে এর মাঝেই প্রায় এক বছর ধরে কাজে অনুপস্থিত রয়েছেন উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান আর সেই কারণেই এলাকাবাসীর একাধিক কাজও আটকে পড়ে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজশ্রীর কাজে বর্তমানে এলাকাবাসীর পাশাপাশি তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে তৃণমূল নেতৃত্ব।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর