ক্ষমতা বলে সরকারী সম্পত্তিতে বাড়ী তৈরীর অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

Published On:

 

বাংলা হান্ট ডেস্কঃ  মুর্শিদাবাদ জেলার লালগোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিগ্রাম এলাকায় গ্রাম পঞ্চায়েত সদস্য বকুল শেখের বিরুদ্ধে অভিযোগ উঠল সরকারি জায়গা দখল করে বাড়ি তৈরি করার। গ্রামবাসীদের দাবি ৫৫ ফুটের সরকারি রাস্তা আছে মাঠে এবং কবরস্থান যাওয়ার জন্য। সেই জায়গার উপর ক্ষমতার জোরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বাড়ি তৈরি করছে লালগোলা গ্রাম পঞ্চায়েত সদস্য বকুল শেখ।

স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, এই জায়গার উপর দিয়েই আমরা মাঠে ও কবরস্থানে যাতায়াত করি। কিন্তু এই জায়গা ঘিরে বাড়ি তৈরি করার ফলে মাঠে বা কবরস্থানে যাওয়ার জন্য প্রায় ৩ কিলোমিটার রাস্তা ঘুরতে হয়। এই রাস্তার দিয়ে গ্রামের ও বহিরাগত লোক চলাফেরা করে।গ্রামবাসীরা বকুল শেখকে বাড়ি তৈরি করার জন্য নিষেধ করতে গেলে তাদের কথা তিনি শোনেননি।

ক্ষমতা বলে জোর করেই শুরু করে দেন পিলার তৈরীর কাজ। যেখানে বাড়ি তৈরি করছে তার পাশেই ঢালাই রাস্তা ও সরকারি টাইম কল। এলাকার মানুষজনের এখনো ভরসা এই টাইম কলের পানীয় জলের উপর। কিন্তু পিলার তৈরি করার জন্য মাটি কাটতে গিয়ে সেই টাইম কলের পাইপ মাটির তল থেকে বের করে দিয়েছে। যে কোন সময় ভেঙ্গে যেতে পারে টাইম কলের পাইপ। গ্রামবাসীরা আরও বলেন এখন যদি তিনি জোর করে বাড়ি তৈরি করেন সরকারি জায়গার উপর তাহলে হয়তো ভবিষ্যতে সরকারি জায়গার উপর থাকা সরকারি ট্যাপ কল ও ভেঙে ফেলবে।

এই ব্যাপারে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বকুল শেখ বেপাত্তা। তার বাড়ি তালাবন্ধ পাওয়া যায়। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে ফোন করলেও যোগাযোগ করা যায়নি। এই ব্যাপারে লালগোলা বিধানসভার বিধায়ক আবু হেনা কে ফোন করলে তিনি বলেন- আমি শুনেছি এবং আমি এখন বাইরে আছি তাই বিষয়টা আমি আমার অন্য নেতৃত্বদের খোঁজ নিয়ে দেখতে বলেছি।যদি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো ।

সম্পর্কিত খবর

X