নিজের ভেবে সরকারি টাকা আত্মসাৎ! লাগাতার দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান

বাংলাহান্ট ডেস্ক : আবারও দুর্নীতির অভিযোগ উঠল শাসকদলের নেতার বিরুদ্ধে। এবার সেই অভিযোগের ভিত্তিতেই নন্দীগ্রাম দাউদপুরের গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সামসুল ইসলামকে গ্রেপ্তার করল নন্দীগ্রাম থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই প্রথম নয়, এর আগেও একাধিক দূর্নীতির অভিযগ উঠেছে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। একশো দিনের কাজ থেকে গাছ কাটার টাকা আত্মসাৎ সব কিছুতেই দুর্নীতির ক্ষেত্রে কুখ্যাত সামসুল ইসলাম। এর আগেও ওই প্রধানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পঞ্চায়েতেরই তিন সদস্য। অভিযোগ ছিল ব্যাঙ্কে উচ্চপদে কর্মরত থাকা সত্ত্বেও প্রধানের গদি আটকে বসে রয়েছেন তিনি। কিন্তু ফল মেলেনি কিছুই। তবে এবার দুর্নীতির খবর পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন খোদ বিডিও। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা বর্তমানে ১২ জন।।যার মধ্যে ৯ জন শেখ সামসুলের পক্ষে দলেও বিপক্ষের ৩ জনই দুর্নীতির অভিযোগ এনে নালিশ করেন বিডিওর কাছে। সেই মতন বিষয়টি তদন্ত শুরু করেন বিডিও। আর তাতেই উঠে আসে দুর্নীতির ছবি। গত ৬ এপ্রিল নন্দীগ্রাম থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপর শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের পরই তীব্র অশান্তি শুরু হয় এলাকায়। ছড়ায় বিক্ষিপ্ত উত্তেজনা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ এবং প্রতিবাদ। এই সমস্ত আন্দাজ করেই ধৃতকে এদিন হলদিয়া আদালতে তোলার সিদ্ধান্ত নেয় পুলিশ। নন্দীগ্রামের মতন জায়গায় ঘটনায় এহেন ঘটনায় যে কার্যতই খানিক অস্বস্তিতে শাসকদল বা বলাই বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর