বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এরপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে কি বার্তা দেওয়া হয়, সেদিকে নজর ছিল সকলের। অবশেষে এদিন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াল দল।
এদিন সকালে নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। পরবর্তীতে জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার করার পর আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে। এক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, সে বিষয়টি ঘিরে একাধিক জল্পনার সৃষ্টি হয়েছে। এর মাঝে এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং এরপরেই সাংবাদিক সম্মেলন করে তারা। সেখান থেকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানান, “বিচারব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে যে সকল অভিযোগগুলি সামনে উঠে এসেছে, সেগুলি যদি প্রমাণিত হয়, তবে আমরা দলগত এবং সরকারি ভাবে উপযুক্ত ব্যবস্থা নেব।”
তিনি আরো বলেন, “গতকাল যার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে, তিনি তৃণমূলের সঙ্গে জড়িত নন। এরপরে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার করা হয়, তবে আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। একই সঙ্গে এত পরিমাণ টাকা কোথা থেকে এলো, সেসব তদন্ত করে সামনে আসা প্রয়োজন।” এছাড়াও এদিন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তিনি জানান, “ভোটের সময় বিজেপিতে কামিনী কাঞ্চনের খেলা চলছে বলে দাবি করেন বিজেপি নেতা তথাগত রায়। সেই বিষয়টি নিয়েও তদন্ত হওয়া উচিত। ত্রিপুরাতেও শিক্ষক নিয়োগ নিয়ে যথেষ্ট দুর্নীতি হয়েছে। কিন্তু ওখানে কোন তদন্ত হচ্ছে না।”
পরবর্তীতে তৃণমূলের অপর এক নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বর্তমানে যে সকল ঘটনার কথা উঠে আসছে, তাতে এটা প্রমাণিত যে, ইডিকে চালাচ্ছে বিজেপি। তবে আমরা কখনোই মাথানত করব না। সারদা মামলায় একাধিক অভিযোগ আসলেও একজনের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” এক্ষেত্রে তৃণমূল নেতার নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী।
এরপরে তিনি বলেন, “আমাদের বিচারব্যবস্থার ওপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। যদি কারোর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এক্ষেত্রে যদি পার্থদা বিজেপিতে যোগদান করতেন, তাহলে হয়তো তাঁর বিরুদ্ধে তদন্ত হতো না। ওয়াশিং মেশিনে ঢুকলে গ্রেফতার হতো না। এক্ষেত্রে যদি কোন রকম ষড়যন্ত্র করা হয়, আমরা প্রতিরোধ গড়ে তুলবো।”