ফের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে প্রাণ গেল এক জনের, ছেলেকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মায়ের

বাংলা হান্ট ডেস্কঃ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এর আগেও একাধিকবার সমস্যায় পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। একদিকে যেমন এ নিয়ে সরব বিরোধী দলগুলি তেমনই তৃণমূলের অন্দরেও বারবার তৈরি হয়েছে বিতর্ক। কয়েকদিন আগেই পঞ্চায়েত দখল নিয়ে দলেরই পঞ্চায়েত প্রধানকে মারধরের ঘটনা সামনে এসেছিল। ফের একবার পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী থাকলো বাসন্তীর ফুল মালঞ্চ এলাকা। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুব তৃণমূল কর্মীর মায়ের।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গতকাল এলাকার একটি পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা জাকির শেখের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। ঘটনায় গুলিবিদ্ধ হন হাসান সর্দার ও মঞ্জুর আলম নামের দুই যুব তৃণমূল কর্মী। মঞ্জুরকে বাঁচাতে গিয়েই গুলিবিদ্ধ হয়ে মৃত হয় তার মা মনোয়ারার। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

   

এই ঘটনায় অবশ্য কোনও প্রতিক্রিয়া দেয়নি স্থানীয় জেলা তৃণমূল নেতৃত্ব। তবে যে তৃণমূল নেতার নির্দেশে হামলা চালানো হয় বলে অভিযোগ তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন, তার মতে এই ঘটনা সম্পূর্ণভাবেই পারিবারিক বিবাদের ফলশ্রুতি। তবে স্থানীয়দের মতে, এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এর আগেও প্রকাশ্যে এসেছে। যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা অবশ্য এর জন্য তৃণমূল নেতৃত্বকেই দায়ী করছেন।

এই ঘটনার জেরে যে ফের একবার অস্বস্তি বাড়লো রাজ্যের শাসকদলের এ নিয়ে কোন সন্দেহ নেই। আগামী দিনে উচ্চ কমিটির পক্ষ থেকে এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, সে দিকেই নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর