অঙ্গনওয়াড়ির ঘরে তৃণমূলের পার্টি অফিস! তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা

বাংলা হান্ট ডেস্কঃ পয়লা জানুয়ারি ছিল তৃণমূলের (Trinamool Congress) প্রতিষ্ঠা দিবস। অন্যদিকে তার পরের দিনই এক বিরল চিত্র উঠে এল বারাসাতের (Barasat) দত্তপুকুর থেকে। ক্ষুব্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে (TMC Party Office) তালা ঝোলালেন দলেরই মহিলা কর্মীরা। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

কী জানা যাচ্ছে? দত্তপুকুরের পূর্বাচল অঞ্চলে এক মৃত ব্যক্তির জমিতে অঙ্গনওয়াড়ি স্কুল হওয়ার কথা ছিল। তবে স্কুল নয়, তার বদলে সেখানে গড়ে উঠেছে ঝা চকচকে তৃণমূলের পার্টি অফিস। তৃণমূলের দলীয় কার্যালয়টির আজ উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে তার আগেই ক্ষুব্ধ হয়ে শাসকদলের মহিলারা সেখানে গিয়ে তালা ঝুলিয়ে দেন। এই তৃণমূলের পতাকা নিয়েই বিক্ষোভে সামিল হন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে বাড়িটিতে তৃণমূলের পার্টি অফিস তৈরী হয়েছে, সেই বাড়িটির মালিক সহ সব অংশীদারই মারা গেছেন। এই কারণেই সকলে মিলে সিদ্ধান্ত নেন, বাড়ির মালিকের নাম দিয়ে সেই জমিতে স্থানীয় শিশুদের জন্য পার্ক ও বাড়িটিতে অঙ্গনওয়াড়ির স্কুল হবে। সেইমতই চলছিল তোড়জোড়। কিন্তু আচমকাই ওই বাড়িতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস করার সিদ্ধান্ত নেন দলের কর্মীরা। সেই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

tmc workers

ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেত্রী অন্তরা যাদব ও তাঁর স্বামী শুকদেব যাদবের বিরুদ্ধে। অভিযোগ, গায়ের জোরে বাড়ি দখল করেছে এই দুই তৃণমূল কর্মী। পাশাপাশি শুকদেবের বিরুদ্ধে এলাকায় দুর্নীতির অভিযোগও তোলে স্থানীয় মহিলারা। তবে বর্তমানে ওই বাড়িটি স্থানীয় তৃণমূল মহিলা কর্মীরা তালা লাগিয়ে দখল করে রেখেছেন। দলের অন্দরের এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর